পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
সূর্যাস্তের সময় সূর্যের ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান। উত্তরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমী ভৌমিক
২ / ৮
প্রচণ্ড গরম উপেক্ষা করে কোদাল আর টুকরি নিয়ে কাজের সন্ধানে বের হয়েছেন একজন শ্রমজীবী। টিআইসি কলোনি, ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা, ২৪ এপ্রিলছবি: সাজ্জাদুর রহমান
৩ / ৮
আফ্রিকা মহাদেশের জনপ্রিয় খাদ্য কাসাভা। বাংলাদেশে এখনো এটি নিতান্তই অপরিচিত একটি ফসল। গুল্মজাতীয় এ উদ্ভিদটি পাহাড়ে-জঙ্গলে জন্মায়। স্থানীয়ভাবে কাসাভার ব্যবহার আছে অনেক আগে থেকেই। গ্রামের মানুষ কাসাভার কন্দকে ‘শিমুল আলু’ বলে। গাছটির পাতা অনেকটা শিমুল গাছের মতো দেখতে বলেই হয়তো এরকম নামকরণ। বাংলাদেশের এটিকে জনপ্রিয় করার কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষক ও অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির ও তাঁর গবেষণা দল। কাসাভা থেকে আটা তৈরি করা যায়। এই আটা থেকে রুটি ছাড়াও অনেক প্রকার খাবার তৈরি করা যায়। কাসাভা আলু যেমন সেদ্ধ করে খাওয়া যায়, তেমনই তরকারি করে মাছ-মাংসের সঙ্গে খাওয়া যায়। গতকাল বুধবার বিকেলে (২৪ এপ্রিল) ময়মনসিংহ সদরের বেশ কয়েকজন কৃষককে ডেকে আনা হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগে। তাঁদের হাতে–কলমে কাসাভা থেকে আটা তৈরির প্রক্রিয়া দেখানো হয় এবং কাসাভা আটার তৈরি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। ময়মনসিংহ সদরের একজন কৃষককে কাসাভা আলু হাতে দেখা যাচ্ছেছবি: কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু
৪ / ৮
বিশুদ্ধ খাবার পানির আশ্রয়স্থল। রাজধানীজুড়ে আরও বিশুদ্ধ খাবার পানির কল থাকা দরকার। এই গরমে এর প্রয়োজনীয়তা বেড়েছে। পাশের দেশের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থানে এমন উদাহরণ অনেক থাকলেও ঢাকায় এমন চিত্র বিরল। হোটেল সোনারগাঁও, ঢাকা, ২২ এপ্রিলছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
গ্রামের মেঠোপথ। মাইজদী, নোয়াখালী। ছবিটি সম্প্রতি তোলাছবি: তানজীম মোহাইমেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালচিত্রে শোভা পাচ্ছে বাংলা নববর্ষের আবহ। উৎসবকে কেন্দ্র করে ফুটপাতেই চুড়ি ও মালার পসরা নিয়ে বসেছেন হকার। ছবিটি সম্প্রতি পয়লা বৈশাখের দিন ঢাবির চারুকলা অনুষদ থেকে তোলাছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
তাপমাত্রা বেড়েই চলেছে। গরমে অবসন্ন হয়ে পড়েছে প্রাণ। প্রাণিকূলেও হাঁসফাঁস দশা। এমন পরিস্থিতিতে স্বস্তির জায়গা খুঁজে নিয়েছে কুকুর। টিআইসি কলোনি, ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা, ২৪ এপ্রিলছবি: সাজ্জাদুর রহমান