পাঠকের ছবি (১১ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
বুড়িগঙ্গা নদী। বছিলা ব্রিজ থেকে ছবিটি ৮ মার্চ তোলা। এর ডানে মোহাম্মদপুরের বছিলা বাঁয়ে কেরানীগঞ্জের ওয়াশপুর
ছবি: প্রবীর পাল
২ / ৮
পশ্চিম আকাশে সূর্যাস্ত। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: টিপু কায়সার
৩ / ৮
প্রকৃতির এমন সান্নিধ্য পেলে জীবনে আর কিছুর অপূর্ণতা থাকে না। বসন্তের এমন নীরব প্রকৃতিতে কোকিলের মায়াভরা গান সত্যিই মুগ্ধ করে। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৮
যানজটের জন্য পরিচিত গুলিস্তানের রাস্তা। ফুটপাত দখলে কাপড় ব্যবসায়ীদের অস্থায়ী কাঠামো স্থায়ী দোকানে। রাস্তার শুরু লেন দখলে অস্থায়ী গাড়ি বা দোকানের হকারদের। পরের লেন ফল ব্যবসায়ীদের। পরের অল্প জায়গায় পথচারীদের কষ্টার্জিত হাঁটাচলা। এরপর যে কয়টা লেন বা যতটুকু রাস্তা বাকি থাকে তার দখলে সাইকেল, বাইক, প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশা, ঘোড়ার গাড়ি, বাস, প্রাইভেট কার, ট্রাকসহ সব যানবাহনের। এ যেন যেমন খুশি তেমন চলো অবস্থা। যার দেখার কেউ নেই অথবা থাকলে চাঁদার চশমায় অন্ধ তারা। বিশ্বের এটাই সম্ভবত একমাত্র মেগা সিটির সড়ক, যেখান সব ধরনের গতির যানই চলাচল করে। এই অনিয়মের পরিত্রাণ কোথায় প্রিয় ক্ষমতা? গুলিস্তান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
ফাল্গুন মানেই আকাশে মৃদু আগুন আর গাছে গাছে নানা রঙের ফুলের রঙিলা সাজ। সেই সাজের অন্যতম উপকরণ শিমুল। টকটকে লাল শিমুল আর কোকিলের কুহুকুহু শব্দ, এদেশীয় ফাল্গুনের এক ধ্রুপদি সত্তা। বালিঘুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৬ / ৮
একটি দুই ভাগের রাস্তা। রাস্তার দুই পাশে নান্দনিক কড়ইগাছ, ফাল্গুনি উষ্ণ রোদেলা হাওয়া এবং পথহারা পথিকের গন্তব্য খোঁজার অব্যর্থ যাত্রা। ইচলী চৌরাস্তা রোড, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো আল-আমিন মাসুদ
৭ / ৮
অপরাজিতা ফুলটি নীলকণ্ঠ নামেও বেশ পরিচিত। রাজধানীর মিরপুর-২ থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
পাতার ফাঁকে শসার ফুল উঁকি দিচ্ছে। গ্রিন রোড, ঢাকা, ১১ মার্চ
ছবি: প্রবীর পাল