যানজটের জন্য পরিচিত গুলিস্তানের রাস্তা। ফুটপাত দখলে কাপড় ব্যবসায়ীদের অস্থায়ী কাঠামো স্থায়ী দোকানে। রাস্তার শুরু লেন দখলে অস্থায়ী গাড়ি বা দোকানের হকারদের। পরের লেন ফল ব্যবসায়ীদের। পরের অল্প জায়গায় পথচারীদের কষ্টার্জিত হাঁটাচলা। এরপর যে কয়টা লেন বা যতটুকু রাস্তা বাকি থাকে তার দখলে সাইকেল, বাইক, প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশা, ঘোড়ার গাড়ি, বাস, প্রাইভেট কার, ট্রাকসহ সব যানবাহনের। এ যেন যেমন খুশি তেমন চলো অবস্থা। যার দেখার কেউ নেই অথবা থাকলে চাঁদার চশমায় অন্ধ তারা। বিশ্বের এটাই সম্ভবত একমাত্র মেগা সিটির সড়ক, যেখান সব ধরনের গতির যানই চলাচল করে। এই অনিয়মের পরিত্রাণ কোথায় প্রিয় ক্ষমতা? গুলিস্তান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ