চলছে পবিত্র রমজান মাস। সারা দিন রোজা রেখে নৌযাত্রায় ইফতার করা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা বুঝেই ভ্রাম্যমাণ হকারদের ব্যবসা বদল। ঝালমুড়ি আর অন্য আইটেমের বদলে বসেছে ইফতারির পসরা। অন্য দিনের মতো হাঁকডাক কম থাকলেও বিকিকিনি খারাপ নয়। লালকুঠি ঘাট, সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ