পাঠকের ছবি (১৮ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
চলছে পবিত্র রমজান মাস। সারা দিন রোজা রেখে নৌযাত্রায় ইফতার করা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা বুঝেই ভ্রাম্যমাণ হকারদের ব্যবসা বদল। ঝালমুড়ি আর অন্য আইটেমের বদলে বসেছে ইফতারির পসরা। অন্য দিনের মতো হাঁকডাক কম থাকলেও বিকিকিনি খারাপ নয়। লালকুঠি ঘাট, সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৭
নদীর তীরে বাণিজ্যিকভাবে হাঁস পালন। এতে সুবিধা বাড়তি খাবার কম লাগে। বোরহানউদ্দিন, ভোলা, ১৬ মার্চ
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৩ / ৭
এ বসন্তে হলুদ রঙের ফুলগুলো কানের ঝুমকা হয়ে ফুটে রযেছে। ফুলের ভেতরটায় চাক চাক মধু খেতে ভারী মিষ্টি। ছবিটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরাপাড়া মসজিদের পেছন থেকে সম্প্রতি তোলা
ছবি: হাজী মো. রাসেল ভূঁইয়া
৪ / ৭
একসময় স্রোতস্বিনী ছিল এই ইছামতী নদী। মিঠাপানির এ নদী ছিল কৃষকের ফসল ফলানোর বড় হাতিয়ার। এখন সে নদী ধীরে ধীরে তার বহমানতা হারিয়ে শীর্ণকায়। নদীটি মুন্সিগঞ্জের সিরাজদিখানের ওপর দিয়ে বয়ে গেছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৭
বাম্পার ফলন হওয়া বাঙ্গি খেত থেকে পাইকারদের পরিবহনে তুলে দিচ্ছেন স্থানীয় শ্রমিকেরা। বোরহানউদ্দিন, ভোলা, ১৬ মার্চ
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৬ / ৭
নৌপথে রয়েছে বাহারি রকমের নৌযানের পসরা। পরিবহনের জন্য বালু লোড–আনলোড করতে এই যানটি ব্যবহার করা হয়। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৭
দুরন্ত কৈশোর। কৈশোরে আবেগের তীব্রতায় কৌতূহলী তিন বন্ধু। ভাবনাহীন খেলায় মগ্ন। ছবিটা সম্প্রতি ঢাকার বছিলা এলাকা থেকে তোলা
ছবি: এনাম এলাহী মল্লিক