পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত ছাপা হয় নাগরিক সংবাদে।
১ / ৭
পাখিমেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন ক্যাম্পাসের বাইরে থেকে আসা বিভিন্ন বয়সী লোকজন। জাহাঙ্গীরনগরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, ১৯ জানুয়ারিছবি: মো. ফরহাদুজ্জামান
২ / ৭
তীব্র শীতের ছোঁয়া প্রকৃতিজুড়ে। প্রভুভক্ত কুকুরটাও বাদ যায়নি। কেউ একজন আদর করে পরিয়েছেন শীতের পোশাক। মৌচাক মার্কেট এলাকা, ঢাকা, ১৮ জানুয়ারিছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৭
ক্যাম্পাসে সংসার পেতেছে একঝাঁক মৌমাছি। ছবিটি ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে সম্প্রতি তোলাছবি: হাসান মাহমুদ শুভ
৪ / ৭
কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি রাত ৮টায় শহীদ শামসুল হক হল মিলনায়তনে ওই নবীনবরণের আয়োজন করে হল প্রশাসনছবি: দীন মোহাম্মদ দীনু
৫ / ৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ হয় ১৫ জানুয়ারি। এর পর থেকে ক্যাম্পাসে এখন নবীনদের ছুটে চলা সর্বমহলে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল শিক্ষার্থী ঘুরতে গিয়েছিলেন ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে। দল বেঁধে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন সবাইছবি: তানিউল করিম জীম
৬ / ৭
পাখিমেলা উপলক্ষে আয়োজিত পাখির ছবি আঁকা প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, ১৯ জানুয়ারিছবি: মো. ফরহাদুজ্জামান
৭ / ৭
বাগানের রাস্তা ধরে বাড়িতে ফিরছেন এক শ্রমিক। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের গাজিপুর চা–বাগান থেকে তোলাছবি: রেজা করিম প্রিন্স