পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
পাহাড়ে উৎপাদিত কলার স্বাদ ও দাম ভালো হওয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ। পাহাড়ের এসব কলা স্থানীয় ভোক্তাদের চাহিদা মিটিয়ে শহরের ফলের আড়তে বিক্রি করেন ব্যবসায়ীরা। ছবিগুলো পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলা সদরের কাঁঠালতলা থেকে সম্প্রতি তোলা।
ছবি: আরমান খান
২ / ৬
খরতা দূর করতে বাড়ি থেকে পাইপ দিয়ে জমিতে পানির ফোয়ারা তৈরি করে মাটি ভিজিয়ে উর্বরতা শক্তি বাড়াচ্ছেন প্রান্তিক চাষি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৩ / ৬
সবুজে ভরা আতাফলগাছের ডালপালা। সারোটিয়া, গাবতলী, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবু হাসান
৪ / ৬
বাংলা নববর্ষকে বরণ করে নিতে ইউনেসকো স্বীকৃত রিকশাচিত্রকে উপপাদ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় ফটকের পাশের দেয়ালে পেইন্টিং করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। রিকশা পেইন্টিংয়ের আদলে দেয়ালে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ফটক, বুড়িগঙ্গার নৌকা, মা ও প্রকৃতির বিভিন্ন চিত্র। ছবিটি ২ এপ্রিল তোলা।
ছবি: মেহেরাবুল ইসলাম
৫ / ৬
চারপাশে অবসর মানুষের মুঠোফোন নিয়ে ব্যস্ততার ভিড়ে নীরবে বসে বইপড়ার দৃশ্য বর্তমান প্রেক্ষাপটে বিরলই বলা চলে। আশপাশের সবাই যে যার মতো করে প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, গল্পে মজে আছে। অথচ সবার ভিড়ে আলাদা বসে বইকে নিজের সঙ্গী করে নিয়ে একাকিত্ব দূর করছেন এই একটি মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানঘেঁষা ‘উন্মুক্ত লাইব্রেরি’ থেকে ছবিটি ২ এপ্রিল তোলা
ছবি: জীবন পাল
৬ / ৬
জাদুর শহর ঢাকার সুউচ্চ দালান আলোকসজ্জায় সজ্জিত। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বর থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক