পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
যে দোলনায় দোল খেতেন সমাজসংস্কারক রাজা রামমোহন রায়। এখন শুধু স্ট্যান্ড রয়েছে, দোলনা নেই। তবু তাঁর স্মৃতি রয়ে গেছে অমলিন। মানিকতলা, রাজা রামমোহন রায় মিউজিয়াম ও কলেজ, কলকাতা, ১০ জানুয়ারিছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ১০
বাবা মানেই যেন এক অপরাজেয় যোদ্ধা, যাঁর প্রতিটি যুদ্ধ শুধু পরিবারের জন্য। রেলস্টেশনে চা-বিস্কুট বিক্রির পাশাপাশি দুই সন্তানের দেখাশোনাও করছেন এই বাবা। তাঁর স্ত্রী গৃহকর্মী, তাই সন্তান ও উপার্জন দুটি দায়ভারই চা বিক্রেতা এই বাবার ওপরছবি: সজিবুর রহমান
৩ / ১০
ইংরেজ, মোগল কিংবা জমিদারি—সব আমলেই যানবাহন হিসেবে জনপ্রিয় ছিল ঘোড়ার গাড়ি। কালের পরিক্রমায় যান্ত্রিকতার বিপ্লবে যা এখন প্রায় বিলুপ্ত। যতগুলো ঘোড়া টিকে আছে, তা–ও স্বল্প খাবারে তেজহীন অবস্থায়। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ১০
অন্যের জীবনে আলো জ্বালানোর চেষ্টা করা বেদে সম্প্রদায়, অথচ তারা নিজেরাই রয়ে যায় অন্ধকারে। প্রতিনিয়ত সংগ্রাম আর অস্থায়ী ছাউনি—তাদের জীবনের গল্প যেন প্রতিধ্বনিত হয় প্রকৃতির নীরবতাতেওছবি: রাজিব কুমার মন্ডল
৫ / ১০
খুব যত্ন করে রাস্তার ধারে মাচায় গুটি শুকানো হচ্ছে। অথচ আমরা যদি আধুনিক প্রযুক্তি বায়োগ্যাস স্থাপন করি, তাহলে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার ও জ্বৈব সার দুটোই পাওয়া যায়। আর গুটি পুড়িয়ে শুধু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তার ছাই তেমন কাজে লাগে না। ছবিটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার এলাকা থেকে তোলাছবি: মো. আইয়ুব আলী
৬ / ১০
মোবাইল গেমিংয়ের বদলে নষ্ট ইলেকট্রনিক যন্ত্রের টুকরা নিয়ে সৃষ্টিশীল খেলায় মগ্ন শিশু দুটি৷ এ যেন তাদের কৌতূহল ভবিষ্যতের উদ্ভাবনের ইঙ্গিত দিচ্ছে। ছবিটি সিরাজগঞ্জের ভদ্রঘাট এলাকারছবি: মো. নাজমুল হাসান সেখ
৭ / ১০
শৈশবের দুরন্তপনা। ঝুঁকি থাকলেও এমন দুরন্তপনাও মেতে ওঠে তারা। সাঙ্গু নদ, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলাছবি: সাকিব হাসান
৮ / ১০
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গরু, লাঙল ও জোয়াল দিয়ে মাঠে চাষ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক। সাইটখালী, বাঘারপাড়া, যশোর, ১২ জানুয়ারিছবি: মো. জহুরুল ইসলাম
৯ / ১০
আত্রাই নদের ওপর শতবর্ষী রেলসেতু পাড়ি দিচ্ছে ট্রেন। আত্রাই রেলসেতু, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
১০ / ১০
তরিক, ইরানী, শাহানাসহ বাহারি সব নামে নামকরণ। একসময়ের নৌপথ দাপিয়ে বেড়ানো জনপ্রিয় যানবাহনগুলো এখন অনেকটা আলসে জীবনে অভ্যস্ত হয়ে গেছে। তাই তো দিনের বেশির ভাগ সময় ঘাটে অলসভাবে ভিড়ে থাকা। মুন্সিগঞ্জ লঞ্চঘাট, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ