পাঠকের ছবি

১ / ৫
201. রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার রাস্তার চিত্র এটি। এমন চিত্র রোজই দেখতে হয়। রাস্তাটি গাবতলী থেকে সরাসরি মোহাম্মদপুর তিনরাস্তায় এসে মিশেছে। এটি দোহার ও কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার অন্যতম সংযোগস্থল। বায়ুদূষণের অপকার সম্পর্কে সবাই অবগত থাকলেও কেউ কোনো পদক্ষেপ নেন না। একজন শিক্ষার্থী হিসেবে এর কোনো পদক্ষেপ বা প্রতিবাদ করতে পারি না। এমন অবস্থা চলতে থাকলে এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়বে। গতকাল শনিবার (১৪ অক্টোবর) ছবিটি তোলা।
ছবি: আরিফুল ইসলাম রনক
২ / ৫
দে ঝাঁপ! শৈশবের দুরন্তপনা। নওগাঁর সদর উপজেলার হাঁসাইগাড়ি বিল থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৫
মনের সবটুকু মাধুরী মিশিয়ে মাটির ক্যানভাসে ছোট্ট শিশুটি আপন মনে আঁকছে ছবি। ছবিটি ময়মনসিংহের ভালুকা পৌরসভা থেকে ১৪ অক্টোবর তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৪ / ৫
প্রথম দেখাতে যে কারও মনে হতে পারে এটি কোনো বাঁশঝাড়। এডিট করে হয়তো নিচে আঙুল বসানো হয়েছে। আসলে তা নয়, এগুলো ঘাসফুল। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রাম থেকে তোলা
ছবি: নুজহাত সাবা
৫ / ৫
205. জীবিকা নির্বাহের জন্য রোদ, বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকেরা নৌকা থেকে বালু উত্তোলন করছেন। ছবিটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলেজ রোড থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান