201. রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার রাস্তার চিত্র এটি। এমন চিত্র রোজই দেখতে হয়। রাস্তাটি গাবতলী থেকে সরাসরি মোহাম্মদপুর তিনরাস্তায় এসে মিশেছে। এটি দোহার ও কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার অন্যতম সংযোগস্থল। বায়ুদূষণের অপকার সম্পর্কে সবাই অবগত থাকলেও কেউ কোনো পদক্ষেপ নেন না। একজন শিক্ষার্থী হিসেবে এর কোনো পদক্ষেপ বা প্রতিবাদ করতে পারি না। এমন অবস্থা চলতে থাকলে এ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়বে। গতকাল শনিবার (১৪ অক্টোবর) ছবিটি তোলা।ছবি: আরিফুল ইসলাম রনক