পাঠকের ছবি

১ / ৮
দোকানের নতুন পাহারাদার। মালিক ভালোবেসে নাম দিয়েছেন পাংকু। বকুলতলা, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জুয়েল আহমেদ
২ / ৮
কাঠফাটা রোদেও যমুনায় বয়ে চলা জল আর দিগন্ত থেকে ভেসে আসা শীতল হাওয়া মনকে নাড়িয়ে দেয়। তাই প্রকৃতিপ্রেমীরা বারবার ছুটে আসেন যমুনার পাড়ে। সারিয়াকান্দি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিদ্রাতুল মোনতাহা রিফা
৩ / ৮
বর্ষায় ইছামতীর পানি এসে ডুবিয়ে দিয়েছে মাঠঘাট। গ্রামের একমাত্র সংযোগ পথটিও তলিয়ে যেতে শুরু করেছে। আবদ্ধতার মধ্যেও অটল থাকা বটগাছটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। প্রমাণ করেছে, পরিবেশ যেমনই হোক, প্রকৃতি সব সময় সুন্দর। ছবিটি সম্প্রতি বগুড়ার পারাবাইশা নামের গ্রাম থেকে তোলা হয়েছে
ছবি: হুমায়ুন কবীর রুস্তম
৪ / ৮
মেঘের ওড়াউড়ি। চাঁদপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানবীর শেখ
৫ / ৮
রাজশাহীর পদ্মার চরে গোধূলির সময়ে বাসায় ফেরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোফাচ্ছিরুল ইসলাম
৬ / ৮
সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। এ জেলাতেই মারমা জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস। মারমা শিশু-কিশোরদের আনন্দের মুহূর্তগুলো সম্প্রতি ক্যামেরাবন্দী করা হয়
ছবি: মুরাদ হোসেন
৭ / ৮
ছাদবাগানে অপরূপ সৌন্দর্য। নন্দিনী ভবন, দয়ারামপুর, বাগাতিপাড়া, নাটোর, ৮ জুলাই
ছবি: মৃণাল কান্তি দেবনাথ
৮ / ৮
গবাদিপশুর জন্য খাদ্য সংগ্রহে ব্যস্ত কৃষক। বালিহুদা, জীবননগর, চুয়াডাঙ্গা, ৬ জুলাই
ছবি: মো. শাহিন রেজা