ক্লান্ত তুমি? ক্লাস, পরীক্ষা যা-ই হোক না, যদি একটু সময় পাওয়া যায়, এসে বসো এখানে। মৃদু বাতাস, বিশাল দিঘির ছন্দময় ঢেউ, চারপাশের প্রতিচ্ছবি তোমাকে মুগ্ধ করবে। কী স্নিগ্ধ প্রকৃতি...। ছবিটি সম্প্রতি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে তোলাছবি: তানজিদ শুভ্র