পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
খাবারের খোঁজে। কালোমাথা বেনেবউ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খাজা মঈনুদ্দিন বাবলু
২ / ৭
সূর্য মাথার ওপর নিয়ে রাস্তায় ইট ভাঙার কাজ করছেন শ্রমিক। বালিহুদা, জীবননগর, চুয়াডাঙ্গা, ৩০ মার্চ
ছবি: মো. শাহিন রেজা
৩ / ৭
ছাদের বাগানে দৃষ্টিনন্দন ইউফোর্বিয়া ফুল। সেক্টর ১২, উত্তরা
ছবি: আবু হাসান
৪ / ৭
গাছে গাছে দেখা দিয়েছে আমের গুটি। বৃষ্টি না হওয়ায় গুটি ঝড়ার আশঙ্কা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৫ / ৭
স্পেনের পালমা দ্য মাইয়ুরোকায় নবনির্মিত বাংলাদেশি জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৮ মার্চ। ইফতার মাহফিলে বাংলাদেশি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ১ রমজান থেকে বাংলাদেশিদের উদ্যোগে প্রতিদিন মসজিদে ইফতারের আয়োজন করা হয়। ইফতারে বিশ্বের মুসলমানদের শান্তি  কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ১১ মার্চ প্রথম রমজান তারাবিহ নামাজের মধ্য দিয়ে বাংলাদেশি জামে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়
ছবি: হোসাইন
৬ / ৭
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ আফ্রিকার এই জিরাফগুলো। খাবার সরবরাহের কাজে নিয়োজিত চিড়িয়াখানার কর্মী জিরাফগুলোকে পাকা কলা খাওয়াচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
কী সুন্দর গ্রামবাংলার পরিবেশ! কালুখালী, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আবু সায়েদ 204. গাছে গাছে দেখা দিয়েছে আমের গুটি। বৃষ্টি না হওয়ায় গুটি ঝড়ার আশঙ্কা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান