পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
তিয়েনআনমেন স্কয়ারে এক বিকেলে। চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম বিখ্যাত স্থাপনা এটি। স্কয়ারটি আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের সমাধির কাছাকাছি। যেকোনো পর্যটকের জন্য এ স্থাপনা অতি অবশ্যই দর্শনীয় স্থান। ছবিটি ৮ জুলাই তোলাছবি: আশিক আলম দীপ
২ / ৮
তারের জঞ্জাল ভেদ করেই যেন উঁকি দিচ্ছে মহাকাশ! অপরিকল্পিত নগরায়ণের মহাকান্নার অভিযোগ যেন আকাশ পানে ছুড়ে দিচ্ছে বানরটি। ধামরাই বাজার ও উপজেলায় নিত্যদিনই দেখা যায় এমন চিত্র। ধামরাই বাজার থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: তাহমিদ হাসান
৩ / ৮
দিনের হাজারো মুহূর্ত পার হয়ে গোধূলিবেলা যেন এক অপূর্ব রূপ নিয়ে ফেরে। নবাবের বাগ ঘাট, তুরাগ নদ, বেড়িবাঁধ, মিরপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
তিয়েনআনমেন স্কয়ার চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম একটি স্থাপনা। স্কয়ারটি আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের সমাধির কাছাকাছি। যেকোনো পর্যটকের জন্য এ স্থাপনা অতি অবশ্যই দর্শনীয় স্থান। ছবিটি ৮ জুলাই তোলাছবি: আশিক আলম দীপ
৫ / ৮
শ্রাবণের আকাশের মাদকতা ছুঁয়ে যায় বিস্তীর্ণ জলাধারেও। এমনি সব চোখধাঁধানো অনিন্দ্যসুন্দরের দেখা মেলে শেষ বিকেলে। ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: তাহমিদ হাসান
৬ / ৮
বুড়িগঙ্গা নদী, পাগলা, নারায়ণগঞ্জ। বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চ থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. নুরুল ইসলাম সবুজ
৭ / ৮
শেষ বিকেলের আলো। মেঘনা নদী, ২৫ জুলাইছবি: সুদীপ্ত কুমার দাস
৮ / ৮
‘প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা- কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।’—সুকান্ত ভট্টাচার্য। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্ন সবার্বের হাল্লিনান পার্ক থেকে ২১ জুলাই তোলাছবি: মো. ইয়াকুব আলী