শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে থেকে এসব লেবু বাজারে আসে। ভোর ৫ থেকে সকাল ৮টা পর্যন্ত হাঁকডাকের মধ্য দিয়ে চলে পাইকারি কেনাবেচার পর্ব। তারপর খুচরা বিক্রির জন্য এভাবে পসরা সাজিয়ে বসে থাকা। সকাল ৬টা থেকে রাত ১১ থেকে ১২টা পর্যন্ত চলে বেচাকেনা। এখানে লেবু রয়েছে কয়েক রকমের। এর মধ্যে কাগজি, জারা, এলাচি, চায়না, আদা ও কাটালেবু। রয়েছে সাতকড়াও। বৃষ্টির মৌসুমকেই লেবুর মৌসুম হিসেবে মনে করে লেবু ব্যবসায়ীরা। একজন লেবু বিক্রেতাকে কোনো শিফট ছাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত বাজারে থাকতে হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পুরান বাজার থেকে তোলা ছবিছবি: জীবন পাল