পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
নীল আকাশে শুভ্র মেঘের বিস্ফোরণ! ছবিটি কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
২ / ৭
শরতের আকাশ শহরের ব্যস্ততা ছাপিয়ে রাঙে নতুন রঙে। ঝকমকে রোদ শহরের কোলাহল ভুলিয়ে নতুন দিনের আগমনী গান শোনায়। সেই সংগীত তপ্ত পিচঢালা পথে জাগায় অতৃপ্ত শিহরণ। ছবিটি সম্প্রতি দিলকুশা হতে তোলা
ছবি: মফিজুল হক
৩ / ৭
পেছনে দৃশ্যমান মিয়ানমারের সুউচ্চ আরাকান পাহাড়। খরস্রোতা নাফ নদীতে বাংলাদেশি পতাকাবাহী ট্রলার ছুটে চলছে। ছবিটি সম্প্রতি তোলা। নাফ নদী, শাহ্ পরীর দ্বীপ জেটিঘাট, টেকনাফ উপজেলা, কক্সবাজার
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
পর্যাপ্ত ক্রিকেট প্র্যাকটিসের ব্যবস্থা না থাকায় বর্ষায় পাকা রাস্তায় প্র্যাকটিস করছে শিশুরা। বেলস পার্ক, বরিশাল সদর, ১০ সেপ্টেম্বর
ছবি: কামরুল হাসান
৫ / ৭
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পানির ওপরে চলতে চলতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাজিয়া খান
৬ / ৭
ভাদ্র মাসের তপ্ত রোদে শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত নারী শ্রমিক। দক্ষিণ সি বিচ, শাহ্ পরীর দ্বীপ, টেকনাফ উপজেলা, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে থেকে এসব লেবু বাজারে আসে। ভোর ৫ থেকে সকাল ৮টা পর্যন্ত হাঁকডাকের মধ্য দিয়ে চলে পাইকারি কেনাবেচার পর্ব। তারপর খুচরা বিক্রির জন্য এভাবে পসরা সাজিয়ে বসে থাকা। সকাল ৬টা থেকে রাত ১১ থেকে ১২টা পর্যন্ত চলে বেচাকেনা। এখানে লেবু রয়েছে কয়েক রকমের। এর মধ্যে কাগজি, জারা, এলাচি, চায়না, আদা ও কাটালেবু। রয়েছে সাতকড়াও। বৃষ্টির মৌসুমকেই লেবুর মৌসুম হিসেবে মনে করে লেবু ব্যবসায়ীরা। একজন লেবু বিক্রেতাকে কোনো শিফট ছাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত বাজারে থাকতে হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পুরান বাজার থেকে তোলা ছবি
ছবি: জীবন পাল