পাঠকের ছবি (৩১ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
সারি সারি ডিঙি। মেঘলা আকাশ। যখন–তখন ঝুপ করে নেমে বসতে পারে বৃষ্টি। তবু থেমে নেই ভ্রমণ আর সৌন্দর্যপিপাসুদের সিলেটের রাতারগুল দেখার বাসনা। আর তাই মাঝিরা এভাবে ডিঙি সাজিয়ে অপেক্ষা করছেন পর্যটকদের জন্য। সম্প্রতি ছবিটি তোলা
ছবি: সানজিদা সিদ্দিকা
২ / ৯
যেন একটুকরো শান্তি। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামাল হোসেন
৩ / ৯
গ্লাসের ফাঁকা দিয়ে দেখা দেওয়া একটুকরো সবুজ শহর ঢাকা
ছবি: রুকাইয়া
৪ / ৯
কুমিল্লার চান্দিনা পৌরসভার কাঠের পুল থেকে পালকি সিনেমা হল পর্যন্ত সড়কের পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে বড় বড় গর্ত। গর্তে হোঁচট খেয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পড়ে আছে। ২৯ জুলাই, ২০২৫
ছবি: ওসমান গনি
৫ / ৯
জীবনের প্রয়োজনে। ইটের পোল, পৌরসভা, লক্ষ্মীপুর সদর, ২৮ জুলাই, ২০২৫
ছবি: হাসান ইমাম
৬ / ৯
রাস্তার পাশে স্তূপ করে রাখা রেলের স্লিপার। জয়দেবপুর, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৭ / ৯
এখন পুরোদমে চলছে বর্ষাকাল। অবিরাম বর্ষণের ফলে কুমিল্লার চান্দিনার দুটি পুকুরে মাঝখানে গাছগাছালির অপূর্ব দৃশ্য। চান্দিনা, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ওসমান গনি
৮ / ৯
বর্ষার শ্রাবণে বইছে বৃষ্টির অবিরাম ধারা। ভোরের এই বৃষ্টিতে লাউয়ের মাচা সিক্ত হচ্ছে। তাই ভোরের প্রকৃতি যেন বৃষ্টিমুখর জলসাঘরের রূপ ধারণ করে সুরের লহরি সৃষ্টি করছে। তাই শ্রাবণের একটি দিনও বৃষ্টি ছাড়া কল্পনা করা যায় না। ছবিটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরাপাড়া থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৯ / ৯
বৃষ্টিতে দুরন্ত শৈশব। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সম্প্রতি তোলা
ছবি: নুসরাত রুষা