পাঠকের ছবি (৩০-১২-২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
চিনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে এই নীলচে-সবুজ পানির হ্রদ। সাদা মাটির মাঝখানে রংটা যেন আরও বেশি নীলাভ। বিজয়পুর চিনামাটির পাহাড় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া ও মাইজপাড়া মৌজায় বিজয়পুরে অবস্থিত। ছবিটি ২৮ ডিসেম্বর ২০২৪ তোলা
ছবি: দীন মোহাম্মদ দীনু
২ / ৮
কঠিন লোহাকে আগুনে পুড়িয়ে ধারালো দা–বঁটি বানানোর পেশাটি আদিম হলেও কালের আবর্তে এটি এখনো টিকে আছে। মোহাম্মদপুর, ঢাকা, ৩০ ডিসেম্বর
ছবি: মেসবাহউদ্দিন আহমদ
৩ / ৮
বাংলার প্রতিটি গ্রামে সবুজের সমাহার। সকালের মিষ্টি রোদে আকাশ, নদী, সবুজ এক মনোমুগ্ধকর দৃশ্য। ঠেগরপূণী, ভাটিখাইন ইউনিয়ন, পটিয়া, চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর
ছবি: রাজু বড়ুয়া
৪ / ৮
একটি আবহমান বাংলার নদীপারের কর্মযজ্ঞের স্থিরচিত্র। যেখান গোধূলিলগ্নে সূর্যের বাড়ি ফেরার তাড়না, জেলেদের জাল গোছানোর যাতনা, জেলে বধূর তৈজসপত্র ধোয়ামোছার ব্যস্ততা, সঙ্গে সদ্যই স্কুল বন্ধের আনন্দে বাচ্চাদের অফুরন্ত খেলাধুলার ব্যস্তময় শৈশব। ছবিটি চাঁদপুরের মেঘনার পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
শহুরে নিমগ্ন বাতাসের তালে হারিয়ে গেছে চেনা শৈশব। আজকাল এসব যেন অচেনা সবার কাছে। তবে গ্রাম ও নদীকেন্দ্রিক জনবসতিতে এখনো চোখে পড়ে ফেলে আসা চেনা দৃশ্য। পদ্মা নদীর পাড়, মৈনটঘাট, দোহার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মফিজুল হক
৬ / ৮
সুন্দরবনের সূর্যাস্ত। ২৮ ডিসেম্বর
ছবি: মায়া আলমগীর
৭ / ৮
সূর্যের শেষ আলোয় রঙিন আকাশ এক শিল্পীর অদেখা ক্যানভাস হয়ে উঠেছে। মাঠের সবুজ ঘাস আর গাছের ছায়া মিলে তৈরি করেছে প্রকৃতির এক অমলিন সৌন্দর্য। হালকা কুয়াশার আবরণে ঢেকে আছে দিগন্ত, যেন স্বপ্নের এক প্রান্তদেশ। প্রতিটি গাছের স্তব্ধতা আর মাটির নিশ্বাস প্রকৃতির গভীর প্রশান্তির কথা বলে। এ এক এমন মুহূর্ত, যা দেখে মন হারিয়ে যায় দূর অজানায়
ছবি: রেশমা রিয়া
৮ / ৮
পুকুরে মাছ চাষ বর্তমানে একটি লাভজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে। মাছের ভালো দাম পাওয়ায় অনেকেই এই পেশাকে বেছে নিচ্ছেন জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে। জেলেদের দিয়ে মাছ সংগ্রহ করে তা অন্যান্য স্থানে বিক্রি করছেন এক উদ্যোক্তা। ছবিটি সিরাজগঞ্জের নলকা এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. নাজমুল হাসান