পাঠকের ছবি (৬ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রাজধানীতে বছরজুড়েই মানুষের চলাচলে দুর্ভোগ লেগে থাকে। কেননা বছরভর কোনো না কোনো এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি চলে। নগরীর ব্যস্ততম রাস্তা খোঁড়াখুঁড়ির পর সময়মতো তা মেরামত করা হয় না। ফলে কোনো উন্নয়ন কর্মকাণ্ড চললে ওই এলাকায় ভোগান্তি চরম আকার ধারণ করে। মগবাজার এলাকা, ঢাকা ৪ মার্চ
ছবি: হাসান সিকদার
২ / ৮
কংক্রিটের এই নগরে গাছে ঢাকা এমন প্রান্তর দেখতে বড় ভালোই লাগে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৩ / ৮
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরাপাড়ায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এ মসজিদটি। স্থানীয় সব মানুষের সার্বিক সহযোগিতায় তৈরি হচ্ছে কারুকার্য খচিত অপরূপ এ মসজিদটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৮
চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে ফেরিঘাট নির্মাণের কাজ চলছে। সমুদ্র থেকে ৮০০ মিটার সড়ক নির্মাণের সঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি তৈরি। এ ছাড়া সাগরে যেখানে ফেরি থামবে, সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। সব ঠিক থাকলে চলতি মার্চ মাসেই সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রার শুরু হবে এখান থেকেই। বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৫ মার্চ
ছবি: সূর্য দাস
৫ / ৮
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নবম শতকে তৈরি করেন। স্যার কানিংহাম ১৮৭৯ সালে এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেসকো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। পাহাড়পুর বৌদ্ধবিহার ৩০০ বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
বাহারি গোলাপ। ফার্মগেট, ঢাকা, ৫ মার্চ
ছবি: প্রবীর পাল
৭ / ৮
জোয়ারের অপেক্ষায় থাকা নৌকাগুলো সবেমাত্র ভেসেছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছেড়ে যাবে সন্দ্বীপের উদ্দেশে অল্প কিছুক্ষণের মধ্যে। বাঁশবাড়িয়া ফেরিঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৫ মার্চ
ছবি: সূর্য দাস
৮ / ৮
ইউনেসকোর মতে, পাহাড়পুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। বিশাল চতুষ্কোণ আকৃতির এই বিহারের চারপাশে রয়েছে অসংখ্য টেরাকোটা। আয়তনে এর সঙ্গে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হয়। নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক