চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে ফেরিঘাট নির্মাণের কাজ চলছে। সমুদ্র থেকে ৮০০ মিটার সড়ক নির্মাণের সঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি তৈরি। এ ছাড়া সাগরে যেখানে ফেরি থামবে, সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। সব ঠিক থাকলে চলতি মার্চ মাসেই সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রার শুরু হবে এখান থেকেই। বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৫ মার্চছবি: সূর্য দাস