পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
প্রান্তিক জনপদের শিক্ষাপ্রতিষ্ঠানে মনোরম পরিবেশে শিক্ষার্থীরা। ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চবিদ্যালয়, ভলাকুট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়
২ / ৭
লুৎফর গাজী পেশায় মৎস্যজীবী না হলেও মাঝেমধ্যে কপোতাক্ষ নদে জাল দিয়ে মাছ ধরেন তিনি। চিংড়ি, পারশেসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে তাঁর জালে, যা পরিবারে আমিষের চাহিদা মেটায়। ছবিটি সম্প্রতি সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াবাজার–সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে তোলা
ছবি: রিয়াদ হোসেন
৩ / ৭
সন্ধ্যা নেমেছে মধুমতীতে। সুকতাইল, গোপালগঞ্জ সদর, ৯ জুলাই
ছবি: শেখ আব্দুল্লাহ
৪ / ৭
শুধু মণিপুরি পল্লি নয়, এই এলাকার প্রবেশমুখেই রয়েছে পর্যটকদের কাছে জনপ্রিয় ও আকর্ষণীয় নীলকণ্ঠ চা–কেবিনের সাত রঙের চা। শুধু যে পর্যটকেরা এখানে ভিড় করেন, তা কিন্তু নয়। স্থানীয় লোকজনেরও অবসর কাটানোর একটি স্থান এটি। স্থানীয় কিংবা পর্যটক যাঁরা আসছেন এই এলাকায়, তাঁদের কাছে রাস্তার এ দৃশ্যটি সবার আগে চোখে পড়ে থাকে। এতে বাইরের মানুষ এলাকার মানুষ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা নিয়ে যাচ্ছেন। এদিকে আশপাশের ময়লা, নোংরা পানি জমে থাকার ফলে শিক্ষার্থীদেরও স্কুলে যাওয়া–আসার পথে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। নারীদের চলাফেরা করতেও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এলাকার প্রবেশমুখের এ সমস্যার দ্রুত সমাধান করার আহ্বান পর্যটকসহ সবার। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরিপাড়া এলাকার প্রবেশমুখ থেকে তোলা
ছবি: জীবন পাল
৫ / ৭
অস্তগামী সূর্যের লাল টিপ কপালে পরে প্রকৃতি মা যেন সেজে ওঠে নববধূরূপে। ছবিটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
ক্লাস পরীক্ষা ও তীব্র তাপপ্রবাহে যখন জীবন যায় যায় অবস্থা, ঠিক তখনই টিম এল‌ডোরা‌ডো সিদ্ধান্ত নেয় শেরপুরের মধু‌টিলা ও গজনী অবকাশ ভ্রম‌ণের। উঁচু পাহাড়, ঘন বন, পাহ‌া‌ড়ের চূড়ায় দমকা হাওয়া, আঁকাবাঁকা রাস্তা ও ক্ষুদ্র জা‌তিগোষ্ঠীর জীবনসংগ্রাম আমা‌দের বি‌মো‌হিত ক‌রে। সেবার ভাগ‌্য সহায় ছিল না বন‌্য হা‌তির পাল দেখার। গ্রু‌পের সদস্যদের দল‌ বেঁধে ব‌নের ভেতর হাঁটাচলা, এক‌ত্রে ভোজন ও গলা ছে‌ড়ে গানে গা‌নে খোশগল্প বেশ উপ‌ভোগ‌্য ছিল
ছবি: রিয়াজ হোসেন
৭ / ৭
চাঁদ ওঠার প্রাক্কালে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ৯ জুলাই
ছবি: ইয়াসির আরাফাত বর্ণ