ক্লাস পরীক্ষা ও তীব্র তাপপ্রবাহে যখন জীবন যায় যায় অবস্থা, ঠিক তখনই টিম এলডোরাডো সিদ্ধান্ত নেয় শেরপুরের মধুটিলা ও গজনী অবকাশ ভ্রমণের। উঁচু পাহাড়, ঘন বন, পাহাড়ের চূড়ায় দমকা হাওয়া, আঁকাবাঁকা রাস্তা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনসংগ্রাম আমাদের বিমোহিত করে। সেবার ভাগ্য সহায় ছিল না বন্য হাতির পাল দেখার। গ্রুপের সদস্যদের দল বেঁধে বনের ভেতর হাঁটাচলা, একত্রে ভোজন ও গলা ছেড়ে গানে গানে খোশগল্প বেশ উপভোগ্য ছিলছবি: রিয়াজ হোসেন