পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
ইংরেজি ‘ইউ’ আকৃতির মতো উঁচু হয়ে দাঁড়িয়ে ছায়া দিচ্ছে ঝাউগাছটি। প্রকৃতির বৈচিত্র্যতাই আসল সৌন্দর্য। উপজেলা চত্বর পুকুরপাড়, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
২ / ৮
শর্ষে ফুল। কিছু ফুল ফলে পরিণত হয়েছে। আমাদের অন্যতম তৈলবীজ ফসল। নীলেরপাড়া, গাজীপুরছবি: মণ্ডল মাধব চন্দ্র
৩ / ৮
প্রকৃতির নিস্তব্ধতায় নদীর তীরে বসে মাছ ধরার অপার আনন্দ। নৌকার মাঝি নির্লিপ্ত ভঙ্গিতে নদীর বুকে ভেসে বেড়াচ্ছে, আর তীরের পাথরে বসে একাগ্রচিত্তে অপেক্ষায় একজন। প্রকৃতির এই সৌন্দর্য আর সৃষ্টির সঙ্গে মানুষের এই নিঃশব্দ সংযোগ যেন এক অনন্য অভিজ্ঞতা। ছবিটি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ থেকে সম্প্রতি তোলাছবি: মো. নাজমুল হাসান সেখ
৪ / ৮
ভ্যানচালকের জুতা। বাসস্ট্যান্ড এলাকা, পঞ্চগড় শহর, ৩ ডিসেম্বরছবি: রুদ্র মুহাম্মদ আনারুল
৫ / ৮
গ্রামীণ জনপদে ধানের পাশাপাশি খড়ের কদরও অনেক। বাড়ির জ্বালানি ও গবাদিপশুর খাবার হিসেবে খড় ব্যবহার হয়ে থাকে। বিক্রির উদ্দেশ্যে গ্রামীণ বাহন নছিমনে খড়বোঝাই করছেন শ্রমিকেরা। হাজীরহাট ঘাট, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
গাছে গাছে কুয়াশাভেজা শীতকালীন সবজি টমেটোর ফুল। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: কারিমুল হাসান
পশ্চিমের আকাশে সূর্য যখন হেলে পড়ে, তখন লাল আভা ছড়িয়ে পড়ে মেঘনার বুকজুড়ে। সোনালি কিরণে চিকচিক করে ঢেউখেলা জল। এরপর ধীরে ধীরে দিগন্তে মিশে যায় লাল সূর্য। হাজীরহাট ঘাট, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক