পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
বাবা মানে একজন যোদ্ধা। বাবা শব্দটি ছোট হলেও শব্দটির মাঝে রয়েছে অনেক গভীর দায়িত্বশীলতা, ভালোবাসা ও কর্তব্য। ভালোবাসাকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন একজন যোদ্ধা। ৩০০ ফিট এলাকা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইশতিয়াক আহমেদ আসিফ
২ / ১০
ইংরেজ কর্তৃক জেলখানায় বাঙালিদের নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আলীপুর সেন্ট্রাল জেল জাদুঘর, কলকাতা, ভারত, ১৩ ডিসেম্বরছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ১০
কৃষকের তৈরি বীজতলায় বোরো ধানের সবুজ চারা। শিগগিরই চারাগুলো মূল জমিতে রোপণ করা হবে। ছবিটি চাঁদপুর থেকে ১৪ ডিসেম্বর তোলাছবি: পাভেল হাসান
৪ / ১০
আমন ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষক। সুকতাইল, গোপালগঞ্জ সদর, ১০ ডিসেম্বরছবি: শেখ আবদুল্লাহ
৫ / ১০
বাংলার সৌন্দর্য আর কিছু ফুটফুটে ভবিষ্যৎ এক ফ্রেমে। শীতের সকালে বিদ্যালয়ে যাচ্ছে কয়কজন শিক্ষার্থী। তারা তো আগামী দিনের ভবিষ্যৎ। এ সবুজ বাংলায় তাদের কোমল পদচারণ দেশকে আরও সুন্দর করে তোলে। আড়পাড়া, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইশতিয়াক আহমেদ আসিফ
৬ / ১০
আমি চাই কফির ধোঁয়া ওড়ানো ঘ্রাণে প্রতিবার আমাকেই খুঁজে পাও। আমতলী ঘাট, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলাছবি: ফজলুল পলাশ
৭ / ১০
শীতকালীন সবজি, লাউগাছ লাগানো হয়েছে রাস্তার পাশে। ছবিটি সম্প্রতি তোলা। দক্ষিণ মতলব, চাঁদপুরছবি: পাভেল হাসান
৮ / ১০
অমাবস্যার অতল গর্ভে হারিয়ে যাওয়া চাঁদটিই আবার পূর্ণিমায় জোছনা বিলায়। তাই হতাশ হওয়ার কিছু নেই, শুধুই সময়ের অপেক্ষা...। ফরিদপুর থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: তাহমিনা আক্তার
৯ / ১০
উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য বনায়ন জরুরি। দ্বীপজেলা ভোলার বিভিন্ন বিচ্ছিন্ন চর ও দ্বীপে সরকারি উদ্যেগে শ্বাসমূলীয় রিজার্ভ ফরেস্ট রয়েছে। উত্তর সাকুচিয়া, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক