পাঠকের ছবি (২৬ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
বাতাসের শন শন কল্লোল আর লেকের পানিতে হিল্লোল। মনে হবে যেন বসে আছি কোন এক আদিগন্ত বিস্তৃত ধানখেতে। রমনা পার্ক, ২৫ জুলাই ২০২৫
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
২ / ৯
সন্ধ্যার নগরী। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৯
রঙ্গন ফুল। মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, সলংগা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৪ / ৯
এখানে সন্ধ্যা নামে শান্তির প্রতীক হয়ে। তারাইল, মাঝিগাতী, মুকসুদপুর, গোপালগঞ্জ, ২৫ জুলাই ২০২৫
ছবি: স্বাধীন খন্দকার
৫ / ৯
বৃক্ষতলে সিনেমা হল। টিকিট ফ্রি। রমনা পার্ক, সকাল ১০টা, ২৫ জুলাই ২০২৫
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৬ / ৯
বাঁশগাছের পাতায় প্রজাপতি। উওর যশপুর, ছাগলনাইয়া উপজেলা, ফেনী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৭ / ৯
আলো ছায়ার খেলা। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৫ জুলাই ২০২৫
ছবি: মুস্তাফিজ রহমান
৮ / ৯
সীতাকুণ্ডের শিপ ভাঙা কারখানায় পুরাতন জাহাজ থেকে ক্রয় করা লোহার সিঁড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। জাহাজ ভাঙার পর এসব শক্তপোক্ত সিঁড়ি পুনর্ব্যবহারের মাধ্যমে ঘরবাড়ি, দোকান কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে নতুনভাবে ব্যবহার হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক সুযোগ নয়, পুনর্ব্যবহারযোগ্যতার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদামবিবির হাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৫
ছবি: সূর্য দাস
৯ / ৯
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়ন। ভাষানচরের উত্তরে কালাবদর নদী। নদীর কবলে হারিয়েছে মানুষের বসতভিটা। নদীর আগ্রাসী মনোভাব এখন অনেকটা শান্ত হয়ে এসেছে। এখন কালাবদরের বুকের মাঝে জেগে উঠেছে চর। স্থানীয় মানুষ নাম দিয়েছে মালদ্বীপ চর। সেখানে হাজারো লোকের বাস। অথচ সেই জনপদে নেই কোনো ক্লিনিক, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েরা ট্রলার কিংবা নৌকায় ভাষানচর ইউনিয়নের মাদ্রাসায় পড়তে আসে। পাঠ শেষ করে খুদে শিক্ষার্থীরা ফিরে যায় মালদ্বীপে। ট্রলার যেখানে তাদের নামিয়ে দেয়, সেখান থেকেও এক হাঁটুজল পেরিয়ে ডাঙায় উঠতে হয়, এরপর সবাই মিলে দলবেঁধে হাঁটা ধরে বাড়ির উদ্দেশে। এত প্রতিকূলতার মধ্যেও এই শিক্ষার্থীদের মুখে লেগে আছে নির্মল হাসি। বলা যায়, বেদনার নীলের মাঝে ছোট্ট নীল পরীরা হাসে
ছবি: সানজিদা সিদ্দিকা