প্রচণ্ড গরমে একটু বাতাসের খোঁজে পাহাড়ের একটু ওপরে উঠতেই বাতাসের রাজত্বে প্রবেশ করবেন। ভালো লাগা অন্য রকম মাত্রা পাবে। এটা একমাত্র সবুজে পাওয়া সম্ভব। কিন্তু আমরা তো সখ্য গড়েছি ইটপাথরের গভীরে, যেখানে চলে কেবলই বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতা। সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: সঞ্জয় দেবনাথ