পাঠকের ছবি (১২ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
প্রচণ্ড গরমে একটু বাতাসের খোঁজে পাহাড়ের একটু ওপরে উঠতেই বাতাসের রাজত্বে প্রবেশ করবেন। ভালো লাগা অন্য রকম মাত্রা পাবে। এটা একমাত্র সবুজে পাওয়া সম্ভব। কিন্তু আমরা তো সখ্য গড়েছি ইটপাথরের গভীরে, যেখানে চলে কেবলই বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতা। সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৭
সামনে বর্ষা মৌসুম। নদীতে পানি বাড়বে। তাই তো নদীর খাড়ি অংশে মাছের আবাসস্থল বানানো হয়েছে। নদীর যে জায়গাটি গভীর এবং ঝোপঝাড় থাকে, সেখানেই বড় বড় মাছ এসে নিজের বাসস্থান তৈরি করে। পরে জেলেরা অমাবস্যার গোন ধরে ঝোপের চারদিকে বেড় জাল দিয়ে এতে থাকা বড় বড় মাছ শিকার করে থাকেন। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ইছামতী নদীর পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৭
বৈশাখের রঙে রঙিন কৃষ্ণচূড়া। আগারগাঁও, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৪ / ৭
ফ্রান্সের ডিজন শহরে ইতিহাস ও সৌন্দর্যের ছোঁয়া প্লাস দ্য লা রিপাবলিক চত্বরের মনোমুগ্ধকর ফোয়ারা ও ভাস্কর্য। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহাবুদ্দিন শুভ
৫ / ৭
ধান শুকানোর কাজ চলছে। রোদের তেজ কমে আসায় তা আবার গুছিয়ে রাখা হচ্ছে। কৃষকের অক্লান্ত পরিশ্রমের শেষ ধাপ এই ধান শুকানো। এর সঙ্গে কৃষকের আশা-আকঙ্ক্ষা, আনন্দ মিশে থাকে। ছবিটি লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন থেকে সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৬ / ৭
বৃষ্টির বর্ষণে নদীতে সামান্য পানি প্রবাহিত হচ্ছে। তাতেই নদীগুলো জেগে উঠছে। ছবিটি মুন্সিগঞ্জের আধারা মেঘনার শাখানদী
ছবি: মো. রাসেল ভূইয়া
৭ / ৭
গ্রামজুড়ে এখন কৃষকের ধানের মেলা। অনেক কৃষক তাঁদের ধান কেটে বাড়িতে তুলতে পেরেছেন। আবার অনেকেই শ্রমিকসংকটে তাঁদের ধান নিয়ে কালবৈশাখীর শঙ্কায় দিন অতিবাহিত করছেন। ছবিতে মুন্সিঞ্জের শ্রীনগরের ককুটিয়াবাসীকে তাঁদের ধান বাড়ির আঙিনায় রোদে শুকাতে দেখা যাচ্ছে
ছবি অলিউর রহমান ফিরোজ