পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
‘প্রকৃতির রঙে রঙিন ফুল থেকে কর্মঠ মৌমাছির মধু সংগ্রহের মিষ্টি মুহূর্ত। ছবিটি যশোরের গদখালী থেকে সম্প্রতি তোলা হয়েছেছবি: রাজিব কুমার মন্ডল
২ / ৯
বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর। পাল থেকে শুরু করে মুসলিম যুগের বিভিন্ন নিদর্শন রয়েছে এই জাদুঘরে। বরেন্দ্র জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯ হাজারেরও অধিক। রাজশাহী শহরের হেতেম খাঁ এলাকায় গড়ে ওঠা এই জাদুঘর শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার গর্ব। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৩ / ৯
ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষায় মুন্সিগঞ্জবাসীর গর্ব এবং ঐতিহ্য মুক্তারপুর সেতু। সেতুটি মুন্সিগঞ্জের অর্থনীতিতেও রাখছে অবদান। সেই সঙ্গে নৌপথের শুভ্রতা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৯
মানুষটা দেখতে পারছে না জীবন। আর দেখতে পাওয়া মানুষটার কাছে জীবন অন্ধকার! কারওয়ান বাজার, ঢাকা। ছবি: সম্প্রতি তোলাছবি: স্বাগত সরকার সৈকত
৫ / ৯
সান্তাহার রেল জংশন স্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থানের গ্রাফিতি। ছাত্র-জনতার সম্মিলিত এই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সান্তাহার রেলস্টেশন, আদমদিঘী উপজেলা, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৯
হলুদ চাদরে অপরূপ প্রকৃতি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: কারিমুল হাসান
ল্যাংচা এক রকমের রসের মিষ্টি। এর রং হয় কালচে বাদামি। পশ্চিমবঙ্গের শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। শক্তিগড়, পশ্চিম বাংলা, ভারত, ৭ জানুয়ারিছবি: ফাত্তাহ তানভীর রানা