পাঠকের ছবি

১ / ৯
শিক্ষার রং থেকে বঞ্চিত শিশুর কাপড়ের রঙে জীবিকা অর্জন। জীবিকার তাগিদে অল্প বয়সে পড়াশোনাকে বিদায় জানিয়ে পরিবারের খরচ মেটানোর জন্য শ্রমিক হিসেবে কাজ করছে শাকিল। প্রথম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলের বারান্দায় হাঁটা হয়নি শাকিলের। জীবনের কঠিন বাস্তবতার কাছে নিজের শিক্ষার অধিকারকে পরাজিত হতে দেখলেও নিরুপায় হয়ে কাপড়ে রং করাতেই দিন কাটছে তার। ছবিটি সম্প্রতি তোলা নারায়ণগঞ্জ থেকে
ছবি: আবদুল্লাহ আল মাহফুজ
২ / ৯
এক পাশে নদী অন্য পাশে বিস্তর সবুজ–শ্যামলে ভরা ভূমি, যার নাম কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া, কক্সবাজার, ২৩ নভেম্বর
ছবি: ইমতিয়াজ আরমান
৩ / ৯
উত্তরের হিমেল হাওয়ার পিঠে চড়ে শীতকাল চলে এসেছে। অনেকের কাছেই শীতকাল প্রিয় ঋতু। কিন্তু গৃহহীন মানুষগুলোর জন্য শীতকাল দুঃস্বপ্নের মতো। যাঁর যাঁর নিজের জায়গা থেকে এই সহায়সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার কলেজ মোড় থেকে তোলা হয়েছে
ছবি: সুকান্ত দাস
৪ / ৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর ওয়াজেদ আলী মিয়া পিএইচডি ডরমেটরির সামনে রেললাইন–ঘেষা লেকটি শাপলা ফুলে ভরে গেছে। সৌন্দর্যপিপাসুরা প্রতিদিনই শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন। ছবিটি ২৩ নভেম্বর তোলা
ছবি: কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু
৫ / ৯
শীতের বিকেলে পানির তৃষ্ণা মেটাতে রাস্তায় জমে থাকা পানি পান করছে একটি কুকুর। ছবিটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাতী এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: প্রান্ত কুমার তালুকদার
৬ / ৯
ঢাকার আকাশে কুয়াশা জানান দিচ্ছে, শীত আসন্ন। পান্থকুঞ্জ পার্ক, সোনারগাঁ রোড, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: প্রবীর পাল
৭ / ৯
নগরীতে শীত নেমেছে। হালকা শীতে একটু উষ্ণতার জন্য গাছের পাতা, কাগজ ইত্যাদি কুড়িয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে একদল শিশু। মাজার রোড, মিরপুর, ঢাকা, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৮ / ৯
হেমন্তের বিকেল। সোহাগী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ২৪ নভেম্বর
ছবি: কামাল হোসেন
৯ / ৯
নারকেলের পসরা। ছবিটি সম্প্রতি ঢাকার মিরপুর-১ থেকে তোলা
ছবি: সুমি খাতুন