পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
সন্ধ্যাবেলায় টাওয়ারে বসা অসংখ্য পাখি। গুলিস্তান, ঢাকা, ৩০ ডিসেম্বরছবি: রুকাইয়া
২ / ৮
এই পৃথিবী যেমন আমার, তেমন এই হরিণেরও। শুধু আমরা থাকি বদ্ধ ঘরে, আর ওরা স্বাধীন। আকাশ-বাতাস, গাছ, লতাপাতা সবকিছুই ওদের ঘর, ওদের খাদ্য। সুন্দরবন, ২৮ ডিসেম্বরছবি: মায়া আলমগীর
৩ / ৮
‘বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,/ একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি’, এটি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার লাইন। ভেন্না, ভেরেণ্ডা বা রেড়ি। রানীরহাট, মির্জাপুর, বগুড়া, ২৯ ডিসেম্বরছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৪ / ৮
অস্তমিত সূর্যের লালিমায় রঙিন আকাশে ভেসে আসছে আজানের সুরলহরি, শান্ত ধ্বনিতে যেন ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে প্রকৃতির হৃদয়। নিউমার্কেট, খুলনা। ছবিটি সম্প্রতি তোলাছবি: তুলেছেন সজীবুর রহমান
৫ / ৮
শহরের শীতে জবুথবু চড়ুই। চকবাজার, চট্টগ্রাম, ১ জানুয়ারি, ২০২৫, সকাল ৮.৪০ছবি: রাজু বড়ুয়া
৬ / ৮
নতুন বছরের নবসূচনায় একটি কুয়াশাচ্ছন্ন নতুন শুভ্র সকাল। বালিথুবা বাজার, চাঁদপুর, ১ জানুয়ারিছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৮
এই প্রকৃতির অংশীজন বানর। এখানেই জীবনযাপন, এখানেই খাদ্যসংগ্রহের যুদ্ধ, এখানেই অন্য প্রাণীর থাবা থেকে বেঁচে থাকার লড়াই। এখানেই ওদের দিবানিশি আমৃত্যু পথচলা। সুন্দরবন, ২৮ ডিসেম্বরছবি: মায়া আলমগীর
৮ / ৮
নতুন ভোর, নতুন আশা। চিলা, মোংলা, বাগেরহাট, ১ জানুয়ারি, ২০২৫ছবি: যোসেফ গোমেজ