পাঠকের ছবি

১ / ৬
সন্ধ্যা নামার আগমুহূর্তে, টুকরা টুকরা মেঘের ভেলা আকাশে ভাসছে, ব্যস্ত শহরের মানুষগুলো স্বস্তির নিশ্বাস ফেলার জন্য উদ্যানে বসে আছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তামিম হোসেন
২ / ৬
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও ভাওয়াল কৃষ্টির আয়োজনে এপার ও ওপার বাংলার শিল্পীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবিটি ৮ সেপ্টেম্বর ভালুকা উপজেলা পরিষদ হলরুম থেকে তোলা।
ছবি: আফতাব মাহবুব
৩ / ৬
বেঁচে থাকার জন্য মানুষ নানা ধরনের জীবিকা বেছে নেয়। তেমনি এক বিচিত্র পেশা পিঁপড়ার ডিম সংগ্রহ করা। সারা দিন বনজঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করে পিঁপড়ার ডিম। মাছশিকারিদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এসব ডিম। ডিম সংগ্রহকারীরা প্রতি কেজি পিঁপড়ার ডিম এক হাজার টাকা বিক্রি করে থাকে। ডিম বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই চলে তাঁদের সংসার। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রাম থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৪ / ৬
হাওয়ার সঙ্গে দ্রুত গলে যায়, নাম তার হাওয়াই মিঠাই। একসময় প্রচুর জনপ্রিয়তা থাকলেও কালের বিবর্তনে গ্রামে এখন আর তেমন দেখতে পাওয়া যায় না। ছেলেবেলার সেই দিনে ফিরে যেতেই হয়তো হাওয়াই মিঠাই কিনছেন এই ক্রেতা। ঢাকার সাভার থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. আব্দুল্লাহ তালুকদার রাতুল
৫ / ৬
শৈশবের দুরন্তপনা! বেলাব, নরসিংদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আশরাফুল ইসলাম আলিফ
৬ / ৬
ঝুম বৃষ্টির পরেই বিসিএসআইআর (সায়েন্স ল্যাব) সচিবালয়ের সামনে প্রকৃতির ছোঁয়া খুঁজে পাওয়া যায়, ছবিটিতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ছবিটি ১১ সেপ্টেম্বরে তোলা হয়েছে
ছবি: তরিকুল ইসলাম মাসুম