পাঠকের ছবি

১ / ৫
হাতে ভাজা মুড়ির কদর সর্বজনবিদিত। কুষ্টিয়ার সদর উপজেলার বাড়াদী গ্রামের কালু প্রামাণিক দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে হাতে মুড়ি ভেজে বিক্রি করে আসছেন। রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে মুড়ি ভেজে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুড়ির বস্তা মাথায় নিয়ে তিনি রাস্তায় নেমে পড়েন। এক ভোরবেলা একজন ক্রেতাকে মুড়ি মেপে দিচ্ছেন।
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৫
রাস্তার পাশে কড়ই ফুল উঁকি দিচ্ছে। খালের ওপারে কাশবন। ঢাকায় গ্রামীণ পরিবেশ। বড়ুয়া, খিলক্ষেত, ঢাকা, ২ অক্টোবর।
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৫
বগুড়ায় লাভের আশায় আগাম আলু চাষের ধুম। আবাদি জমি ফেলে না রেখে আলুর চাষ করছেন তাঁরা। শাখারিয়া, বগুড়া সদর, ৩ অক্টোবর।
ছবি: আরিফ শেখ
৪ / ৫
এমন ছবি দেখাতেই শান্তি। মহেশখালী ঘাট, কক্সবাজার।
ছবি: সানোয়ার সুমন
৫ / ৫
পড়ন্ত বিকেলে সূর্যের আভায় স্বর্ণাভ পাহাড়ের মায়া। রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই ১৯ কিলোমিটার সড়কের মগবানের মিতিঙ্গাছড়ি এলাকা থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: অজয় মিত্র