রাস্তায় রিকশাচালক, ভিক্ষুক, হতদরিদ্র, নিম্নমধ্যবিত্ত উপার্জনকারী কাউকে দেখলে কখনো আপনার সন্তানকে বলবেন না, লেখাপড়া না করলে তাঁদের মতো হবে। বরং এটা বলুন, মন দিয়ে লেখাপড়া করলে তাঁদের জন্য কিছু করতে পারবে। শিশুরা ভেদাভেদ বোঝে না ততক্ষণ, যতক্ষণ না আপনি শেখান। ছবিটি কুষ্টিয়ার খোকসা উপজেলা জানিপুর বাজার থেকে সম্প্রতি তোলাছবি: স্বাগত সরকার সৈকত