পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
ঘেঁটকচু বা খারকোন। বৈজ্ঞানিক নাম Typhonium trilobatum. স্থানীয়ভাবে এটি ঘাটকোল, খানমান বা চামঘাস নামেও পরিচিত। শিমলাপাড়া, হেমনগর, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
২ / ৭
রাস্তায় রিকশাচালক, ভিক্ষুক, হতদরিদ্র, নিম্নমধ্যবিত্ত উপার্জনকারী কাউকে দেখলে কখনো আপনার সন্তানকে বলবেন না, লেখাপড়া না করলে তাঁদের মতো হবে। বরং এটা বলুন, মন দিয়ে লেখাপড়া করলে তাঁদের জন্য কিছু করতে পারবে। শিশুরা ভেদাভেদ বোঝে না ততক্ষণ, যতক্ষণ না আপনি শেখান। ছবিটি কুষ্টিয়ার খোকসা উপজেলা জানিপুর বাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: স্বাগত সরকার সৈকত
৩ / ৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক হল। এ হলে দূরদূরান্তের সবার মধ্যে আছে অসাধারণ এক ভ্রাতৃত্বের বন্ধন। সেই ভ্রাতৃত্বের এক উদাহরণ ফজলুল হক হলের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যেও আছে। সেই ভ্রাতৃত্বের টানেই যাঁরা NST fellowship এবং ইন্টার্ন করে কিছুটা আর্থিক সুবিধা পেয়েছেন, তাঁরা সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছেন বন্ধুদের সঙ্গে। সেই প্রচেষ্টায় তাঁদের টাকায় একটি ছাগল কিনে ১ জুন আয়োজন করে ভোজনের। সবাই মিলে রান্না ও খাওয়া শেষে হলের ব্যাডমিন্টন কোর্টে তোলা গ্রুপ ছবি
ছবি: দানিউল করিম জখম
৪ / ৭
গ্রামীণ জীবনে লেগেছে উন্নয়নের ছোঁয়া। নদী পারাপারে ইঞ্জিনচালিত নৌকা ব্যবহৃত হচ্ছে। ওপারে নদীতে মাটির ঘাট চালাই ও ইট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের নদী পারাপারে কষ্ট কম হয়েছে। ঘাঘর নদী, কোটালীপাড়া, গোপালগঞ্জ
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৭
সন্ধ্যারাগ। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে গতকাল রোববার সন্ধ্যায় তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৬ / ৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তিবিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’কর্তৃক ‘রবীন্দ্র-নজরুল উৎসব’ শীর্ষক শিরোনামে কবিতা পাঠের আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তীকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়
ছবি: রানা আহম্মেদ অভি
৭ / ৭
মেঘনা নদীতে ছোট ট্রলারযোগে নির্মাণশ্রমিকদের যাতায়াত। ছবিটি লক্ষ্মীপুরের রায়পুর থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: জিহাদ হোসেন রাহাত