পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষেরা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। জেলেরা ডাঙায় ফিরে এসে জাল শুকাতে দেন পরবর্তী দিন বেশি মাছ সংগ্রহের আশায়। নদীর ঘাটে শুকানো জালের পাশে ট্রলারগুলো স্থির দাঁড়িয়ে আছে। ছবিটি সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের সংযোগস্থল থেকে তোলা
ছবি: মো. আমান উল্লাহ
২ / ৮
শুষ্ক মৌসুমে শান্ত প্রমত্ত পদ্মা। নদীর পাড়ে দুজন বড়শি দিয়ে মাছ ধরায় ব্যস্ত। পাকশি, ঈশ্বরদী, পাবনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
প্রায় দেড় বছর ধরে এভাবেই পড়ে আছে রাস্তাটি। সময়ের সঙ্গে সঙ্গে বড় বড় গর্তে রূপ নিয়েছে। শুষ্ক মৌসুমে ধুলাবালু আর বর্ষা মৌসুমে পানি জমে কাদার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের। আর কিছুদিন এ রকম পড়ে থাকলে রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ার উপক্রম হয়ে পড়বে। ছবিটি ৫ মে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরী পাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাওয়ার মাঝামাঝি রাস্তা থেকে তোলা ছবি
ছবি: জীবন পাল
৪ / ৮
এ হাওয়া, আমায় নেবে কত দূরে? মেঘনা নদী, ভোলা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাভিদ মুসতাসিম
৫ / ৮
ছেলেবেলায় এক–দুই টাকা নিয়ে স্কুলে যেতাম। টিফিনের সময় মনোহারি খাবারের তালিকায় ছিল চিনাবাদামও। সেই অতীত স্মৃতি মনে পড়ছে বাদাম কিনতে গিয়ে। ছবিটি সম্প্রতি পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস, খামার ও ময়মনসিংহ শহরে দিনরাত চলাচলের একমাত্র বাহন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামখচিত নীল-সাদা রঙের বাসগুলো। প্রতিদিন চোখের সামনে থাকায় বাসের রংটাও যেন বাকৃবির নবীন–প্রবীণদের হৃদয়ে গেঁথে রয়েছে। সকালের শিক্ষার্থী পরিবহনে প্রস্তুত এই ছবি আজ সোমবার সকাল সাতটায় বাকৃবির চিরচেনা জব্বারের মোড় থেকে তোলা
ছবি: দীন মোহাম্মদ দীনু
৭ / ৮
রাখাল ছেলে! রাখাল ছেলে! বারেক ফিরে চাও, বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও? নিঝুম দ্বীপ, নোয়াখালী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাভিদ মুসতাসিম
৮ / ৮
প্রমত্ত পদ্মার বুকে শত বছর ধরে আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ। শেষ বিকেলের সূর্যাস্ত নদীর পাড়ে মনোরম পরিবেশ তৈরি করেছে
ছবি: মো. রায়হানুল হক