বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস, খামার ও ময়মনসিংহ শহরে দিনরাত চলাচলের একমাত্র বাহন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামখচিত নীল-সাদা রঙের বাসগুলো। প্রতিদিন চোখের সামনে থাকায় বাসের রংটাও যেন বাকৃবির নবীন–প্রবীণদের হৃদয়ে গেঁথে রয়েছে। সকালের শিক্ষার্থী পরিবহনে প্রস্তুত এই ছবি আজ সোমবার সকাল সাতটায় বাকৃবির চিরচেনা জব্বারের মোড় থেকে তোলাছবি: দীন মোহাম্মদ দীনু