পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
কুয়াশাচ্ছন্ন বিকেলে বাংলার চিরচেনা রূপে কৃষকের কর্মব্যস্ততা; মাটির ঘ্রাণ আর সোনালি স্বপ্নের এই মেলবন্ধনই আমাদের গর্বিত বাংলাদেশের প্রকৃত পরিচয়। চক গোবিন্দ, মান্দা, নওগাঁ, ২৭ ডিসেম্বর ২০২৫। ছবি: সুমন পাল
২ / ৮
গ্রামের মেঠো পথ। ইদানীং মেঠোপথ মেলা ভার। সব রাস্তা পাকা করার জন্য মেঠোপথ কমেছে। দেহেরগতি, বাবুগঞ্জ, বরিশাল, ২৬ ডিসেম্বর ২০২৫ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৮
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে তীব্র ঠান্ডা উপেক্ষা করেই ধানের বীজ বপন করতে হাল দিয়ে জমি প্রস্তুত করছে কৃষক ও কৃষি শ্রমিকেরা। কেউ হাতে ঝুড়ি নিয়ে বীজ ফেলছেন। এই বীজ থেকে ধানই তার পরিবারের আগামীর খোরাক জোগাবে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকা, কুমিল্লা সদর দক্ষিণ, ২৮ ডিসেম্বর ২০২৫ছবি: দেলোয়ার হোসেন
৪ / ৮
নদীর বুকে ভাসছে জীবন, আনন্দ ও উল্লাস। চারদিকে সমুদ্র বেষ্টিত কুতুবদিয়া দ্বীপে ভ্রমণ করতে আসছেন একদল পর্যটক। কুতুবদিয়া-মগনামা চ্যানেল, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলাছবি: আব্দুল্লাহ নাজিম আল মামুন
৫ / ৮
নিস্তব্ধ সুন্দর যেন কোথাও কিছু নেই, কেউ নেই। ঠিক যেন ভূপেন হাজারিকার গানের মতো ‘মেঘ থম থম করে, কেউ নেই, কিছু নেই’...। শাহ্পরীর দ্বীপ, টেকনাফ উপজেলা, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
সকালে কনকনে শীত উপেক্ষা করে টিসিবির চাল ও আটা নেওয়ার জন্য লাইনের দাঁড়িয়ে আছে নিম্ন আয়ের নারী ও পুরুষ। বছিলা সড়ক, মোহাম্মদপুর, ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
৭ / ৮
কাঁঠাল খেয়ে বিচি ফেলেছিলেন। এরপর আর যত্নআত্তি হয়নি। তবু কত সুন্দর চারা উঠল। এ দেশের মাটি তো আসলেই সোনার মতো। সোনার চাইতেও খাঁটি! কুমিরা, চট্টগ্রামছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৮
রাস্তার পাশে মুগ্ধতা ছড়াচ্ছে অলিয়েন্ডার বা (রক্তকরবী) ফুল। ছবিটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাদুলী গ্রামের উধুনিয়া সড়ক থেকে সম্প্রতি তোলাছবি: প্রান্ত কুমার তালুকদার