সূর্যাস্তের সময়ে তিতাসের বুকে- অপূর্ব এক মুহূর্ত। তিতাস এখন আর সেই বিশাল গভীর খরস্রোতা নদী নয়, কিন্তু কি গভীর ভালোবাসা, অসীম উদারতা আর অপার সৌন্দর্য দিয়ে আগলে রেখেছে দুই পাড়ের লোকালয় আর ফরদাবাদসহ অনেক অনেক গাঁয়ের মানুষজন, পশুপাখি আর নাম না জানা প্রাণিকুলকে! ফরদবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবরছবি: মায়া আলমগীর