পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সূর্যাস্তের সময়ে তিতাসের বুকে- অপূর্ব এক মুহূর্ত। তিতাস এখন আর সেই বিশাল গভীর খরস্রোতা নদী নয়, কিন্তু কি গভীর ভালোবাসা, অসীম উদারতা আর অপার সৌন্দর্য দিয়ে আগলে রেখেছে দুই পাড়ের লোকালয় আর ফরদাবাদসহ অনেক অনেক গাঁয়ের মানুষজন, পশুপাখি আর নাম না জানা প্রাণিকুলকে! ফরদবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর
ছবি: মায়া আলমগীর
২ / ৮
গ্রামে মেঠোপথের পাশে মরিচগাছ ও বেগুনগাছ। তারানগর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা, ২১ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৮
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী গ্রামের বাঁশের শলা দিয়ে বিভিন্ন ধরনের চাঁই তৈরি করা হয়। এতে থাকে বিভিন্ন আকৃতির খোপ। এতে মাছ ঢোকার রাস্তা আছে, কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। গ্রামাঞ্চলে বর্ষাকালে বন্যার সময় লোকজন মাছ ধরার ফাঁদ পাতেন। সেই ফাঁদগুলোর মধ্যে দারকি অন্যতম। দারকি বিক্রি করে জীবন চলে দারকি কারিগরদের। দারকির বুননে বুননে মিশে রয়েছে তাদের কষ্টগাথা জীবন। শত কষ্টের মধ্যে ধারদেনায় পুঁজি খাটিয়ে বাপ-দাদার পেশাটি আঁকড়ে ধরে আছে দারকির কারিগর আবুল কাশেম তাঁর স্ত্রী আনোয়ারা বেগম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তৌকির আহাম্মেদ
৪ / ৮
তিতাসের বুকে সূর্যাস্ত-অপূর্ব এক মুহূর্ত। ফরদবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর
ছবি: মায়া আলমগীর
৫ / ৮
দারকি ও জাল দিয়ে ফাঁদ পেতে মাছ ধরার দৃশ্য। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাই বিল থেকে সম্প্রতি ছবিটি তোলা হয়েছে
ছবি: রাইসুল ইসলাম
৬ / ৮
কর্ণফুলী নদীর ওপর নির্মিত তৃতীয় সেতু হল শাহ আমানত সেতুর। নদীর বুকের সাম্পান থেকে সেতুর চিত্র। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খালেদ সাইফুল্লাহ
৭ / ৮
আধুনিকতা ও নগরায়নের জোয়ারে হারিয়ে যেতে বসা ঐতিহাসিক নৌপথ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৮ / ৮
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় সত‍্যজিত রায়ের পৈতৃক বাড়ি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়