ঝিনুক কুড়িয়ে জীবন চলে যাদের

খুব ভোরে সেন্ট মার্টিনের সৈকতে গেলেই ছোট ছোট শিশুর ছোটাছুটি চোখে পড়ে। প্রথম দেখায় হয়তো মনে হতে পারে তারা শখের বসে ঝিনুক কুড়াচ্ছে। কিন্তু সূর্য কিছুটা উঠলেই বুঝতে পারবেন শখ নয়, তারা ঝিনুক কুড়ায় জীবিকার তাগিদে। সৈকত থেকে ঝিনুক কুড়িয়ে তা দিয়ে মালা, ব্রেসলেট বানিয়ে পর্যটকদের কাছে বিক্রি করে স্থানীয় শিশুরা। ঝিনুকের বিক্রির টাকা মা–বাবার সংসারে দেয় তারা। দারুচিনি দ্বীপের এসব ঝিনুককন্যাদের নিয়ে এই ছবির গল্প পাঠিয়েছেন তামিম মিয়া

১ / ৬
সৈকতে ঝিনুক কুড়াচ্ছে শিশুরা।
২ / ৬
ভাটার সময় প্রবালের গায়ে লেগে থাকা ঝিনুক তারা সংগ্রহ করে।
৩ / ৬
এসব ঝিনুক দিয়ে মালা ও ব্রেসলেট তৈরি করে তা বেড়াতে আসা পর্যটকদের কাছে বিক্রি করা হয়।
৪ / ৬
দিনে ১৫ থেকে ২০টি ঝিনুকের মালা ও ২৫ থেকে ৩০টি ব্রেসলেট বিক্রি হয়।
৫ / ৬
প্রতিটি ব্রেসলেট ও মালা সাধারণত ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।
৬ / ৬
পরিবারের হালটানা এই শিশুদের অনেকাংশ স্কুলে যাওয়ার সুযোগ পায় না। ঝিনুক কুড়িয়েই তাদের জীবন চলে।

*লেখক: তামিম মিয়া, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় **নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]