দৃশ্যটি দেখতেই বুকের মধ্যে হাহাকার করে ওঠে, মনে হয় কোথাও কেউ নেই। ফুকেট শহর থেকে আন্দামান সাগরে ডুবে যাচ্ছে সূর্য। ছবিটি সম্প্রতি তোলাছবি: লাকি
৩ / ৮
‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।/ ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।’ প্রয়োজন আর জীবিকার কাছে কবিতা হার মানে। জীবন ছুটে চলে আজানা গন্তব্যে। মহাখালী, ঢাকা, ৯ জুলাইছবি: মেসবাহ উদ্দিন আহমদ
৪ / ৮
মেঘলা দিনে যান্ত্রিকতার সেই চিরচেনা শহর। শাহজাদপুর, ঢাকা, ৮ জুলাইছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
ভয়ংকর শ্বাপদসংকুল ভাঙন উপকূলের মানুষেরা সংগ্রাম করে বেঁচে থাকেন। তাঁরা খুব ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নদীতে চলে যান পোনা মাছ ধরতে। এটা তাঁদের জীবিকার মূল উপকরণ। জলমা, খুলনা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মৌসুমী ভৌমিক
৬ / ৮
ভ্যানগাড়িটি কানসাট আমবাজারে প্রবেশের অপেক্ষায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বসে বাংলাদেশের বৃহত্তম পাইকারি আমের বাজার। এই বাজার থেকে আম পাঠানো হয় পুরো বাংলাদেশে। এ যেন এক আমের রাজ্য। প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহৎ আম বাজারে শতকোটি টাকার ওপরে আমের বেচাকেনা হয়। আমের সময় প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে থাকে এই বাজার। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
হাওরের বুকে সড়কজুড়ে আঁকা আলপনায় যেন হাওরের সবুজ ক্যানভাসে বর্ণিল চিত্রপট। নিকলী হাওর, মিঠামইন, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: আবু সাইদ
৮ / ৮
আষাঢ় মাস, কয়েক দিন ধরেই টানা বৃষ্টি। নেই খেয়া পারাপারের যাত্রী। হতাশ মাঝি দাঁড়িয়ে আছেন যাত্রীর অপেক্ষায়। ঢাকা উদ্যান খেয়াঘাট, মোহাম্মদপুর, ৮ জুলাাইছবি: মেসবাহ উদ্দিন আহমদ