পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
অমর একুশে বইমেলা ২০২৫-এর বিশেষ আকর্ষণ ছিল নান্দনিক সাজে সজ্জিত বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টল। ছবিটি সম্প্রতি তোলাছবি: আবু সাইদ
২ / ৭
গ্রামের পথ ধরে হাঁটছিলাম। হঠাৎ চোখে পড়ল বিস্তীর্ণ মাঠজুড়ে স্বর্ণলতার মাঠ। ছবিটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম কলেজের পাশ থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৭
রাতের ঢাকা ছেড়ে বরিশালের উদ্দেশে যাত্রা করা রঙ্গলা নাও (নৌযান)। বুড়িগঙ্গা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৭
পাতাঝরা ফাল্গুনে নতুন ফুলের দেখা। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৭
আবহমান কাল ধরে বেদে সম্প্রদায়কে নদী ও খালের মোহনায় বসবাস করতে দেখা গেছে। কিন্তু কালের বিবর্তনে তাদের জীবন-জীবিকা কমতে শুরু করেছে। তারা জোট বেঁধে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে বসবাস করে থাকে। তারা গ্রামে গ্রামে ঘুরে হরেক রকমের পণ্য বিক্রি করে ও সাপের খেলা দেখায়। কেউ আবার তাবিজকবজ বিক্রি করে। কেউ শিঙা লাগায়। কিন্তু গ্রামের মানুষ এখন সচেতন হওয়ায় তারা এখন আর তাবিজকবজ আর শিঙার চিকিৎসা গ্রহণ করেন না। তাতেই এ সম্প্রদায়ের ব্যবসায় ভাটা পড়েছে। অনেকেই এখন এ পেশা ছেড়ে নদী থেকে শুকনায় বসবাস শুরু করেছে। তাই কয়েক দশক আগে বেদেবহরে থাকত বিশাল লোকের সমাগম। কিন্তু তা এখন আর চোখে পড়ছে না। ছবিটি মুন্সিগঞ্জ সদর উপজেলার কমলাঘাট খালের মোহনা থেকে তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৭
বসন্তের বৃষ্টি, সেই সঙ্গে তরুণ জীবনের সোনালি সময়। শিকারপুর, হাজতখোলা, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাসেল হোসেন
৭ / ৭
একটি ধ্রুপদিময় সদরঘাট। লালকুঠি ঘাট, সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ