পাঠকের ছবি (১১ আগস্ট ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
ব্যস্ত জীবনের একমাত্র পাথেও বন্ধুত্ব। লৌকিকতার ভিড়ে মহা ব্যস্ত নগরিতেও সময় ফিরিয়ে দেয় বন্ধুত্বের কাছে। তেমনি দুই বন্ধুর খোশ–আলাপনে ব্যস্ত। জাতীয় রাজস্ব ভবনের সামনে, ঢাকা, ১০ আগস্ট
ছবি: তাহমিদ হাসান
২ / ৯
‘সবুজের মাঝে জীবনের গান, প্রকৃতির মাঝে মেলে ধরা প্রাণ’। আমিন বাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৯
নীল আকাশের নিচে সাদা মেঘের ভেলায় সাজানো কর্ণফুলী নদী। শান্ত ঢেউ পেরিয়ে ধীর গতিতে এগিয়ে চলছে নৌকাটি । নদীপারের মানুষের জীবিকা ও যাতায়াতের প্রতিদিনের চিত্র যেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমন চৌধুরী
৪ / ৯
শান্তির প্রতীক কবুতর। বসে আছে আমড়াগাছে। শাকচর ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৫ / ৯
ব্যাস্ত নগরীর বুকে ভোরের সূর্যটা উকি দিলে এভাবেই দিনের শুরু হয়। কারওয়ান বাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাফেউর রহমান নূর
৬ / ৯
বনের গভীরে গাছের গায়ে লেগে থাকা অজানা ফলের গুচ্ছ, প্রকৃতির এক অনাবিষ্কৃত রত্ন। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে তোলা
ছবি: সূর্য দাস
৭ / ৯
মেঘমুক্ত আকাশ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৮ / ৯
নগরের সুখ হারিয়ে ফেলি ভয়াবহ যানজটে। মহাখালী এলাকা, ঢাকা, ১০ আগস্ট
ছবি: মো. আইয়ুব আলী
৯ / ৯
জঙ্গলের গভীরে লতাগুল্মের শিল্পীসুলভ বাঁক, প্রকৃতির সৃজনশীলতার এক অনন্যনিদর্শন। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে তোলা
ছবি: সূর্য দাস