রাস্তার মাটি খোঁড়ার কাজ শেষ। কংক্রিট, পাথরের গোড়া ফেলে রোলার দিয়ে চলছে রাস্তা সমান করার কাজ। এর মধ্যে এক পাশে বালুও দেওয়া হয়ে গেছে। নিয়ম অনুযায়ী বাকি কাজগুলো শেষ করে চলবে পিচঢালাইয়ের কাজ। তারপর দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি হবে দুর্ভোগমুক্ত। মুখ ফিরিয়ে নেওয়া কিংবা ভিন্ন পথ বেছে নেওয়া মানুষের আবার ঢল নামবে এ এলাকা ঘিরে। জমে উঠবে পর্যটকনির্ভর ব্যবসায়ীদের ব্যবসা। এমনটাই আশাবাদী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ার স্থানীয় ব্যবসায়ীদের। গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালসংলগ্ন রাস্তা থেকে ছবিটি তোলাছবি: জীবন পাল