পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রাস্তার মাটি খোঁড়ার কাজ শেষ। কংক্রিট, পাথরের গোড়া ফেলে রোলার দিয়ে চলছে রাস্তা সমান করার কাজ। এর মধ্যে এক পাশে বালুও দেওয়া হয়ে গেছে। নিয়ম অনুযায়ী বাকি কাজগুলো শেষ করে চলবে পিচঢালাইয়ের কাজ। তারপর দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি হবে দুর্ভোগমুক্ত। মুখ ফিরিয়ে নেওয়া কিংবা ভিন্ন পথ বেছে নেওয়া মানুষের আবার ঢল নামবে এ এলাকা ঘিরে। জমে উঠবে পর্যটকনির্ভর ব্যবসায়ীদের ব্যবসা। এমনটাই আশাবাদী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ার স্থানীয় ব্যবসায়ীদের। গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালসংলগ্ন রাস্তা থেকে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
২ / ৮
দুই কৃষক সাতসকালে উৎপাদিত পাট ভ্যানগাড়ি দিয়ে বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিমলা বাজার এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে
ছবি: শফিকুল ইসলাম
৩ / ৮
বৃষ্টির পরশে জ্যামের শহর। ফার্মগেট, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: জাহিদা আক্তার
৪ / ৮
নৌকার সমাহার! দিয়াবাড়ি ঘাট, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
বৃষ্টিভেজা ঢাকার পথ ও কৃষ্ণচূড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মফিজুল হক
৬ / ৮
চলতি মৌসুমে শেষ হয়েছে কৃষকের ধানের চারা রোপণের কাজ। অকেটাই অবসরের মতো কাজ শেষে এভাবেই কাদামাখা পাওয়ার টিলার বসিয়ে রেখেছেন চাষিরা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৭ / ৮
শালিক পাখির দল খাবারের জন্য মাটিতে নেমে এসেছে। দুই থেকে তিন শতাধিক শালিক পাখিকে ব্যবসায়ী মফিজ উদ্দিন ৯ বছর ধরে সকালের খাবার দিয়ে আসছেন। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ছবিটি তোলা হয়
ছবি: শফিকুল ইসলাম
৮ / ৮
মেঘনা নদীতে জেলেদের মাছ শিকার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মফিজুল হক