যমুনা নদীর বাঁ তীর অত্যন্ত ভাঙনপ্রবণ। ছবিতে দেখা জায়গাটিতে ২০১০ সালেও নদী ছিল না। প্রায় ২ কিলোমিটার পূর্বদিকে সরে নদীটি আজ এখানে। ২০১৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ করে শুধু ভাঙন রোধ করেছে, তা–ই নয়, সেই সঙ্গে মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমির নিরাপত্তা প্রদান করেছে। এই স্থানকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, ছবিটাই তার বড় উদাহরণ। বলদমারা ঘাট, রৌমারি, কুড়িগ্রাম, ২ সেপ্টেম্বর ২০২৫। ছবিটি সম্প্রতি তোলাছবি: সুদীপ্ত কুমার হোড়