পাঠকের ছবি (৩০ সেপ্টেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
ঘাটে সারি সারি নৌকা বাঁধা। সদরঘাট, ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৯
যেখানে প্রকৃতি আছে, সেখানেই ভালোবাসা আর শান্তির ছোঁয়া। ঈশ্বরদী বাইপাস, পাবনা। ছবিটি ট্রেনের জানালা থেকে সম্প্রতি তোলা
ছবি: খন্দকার শাকিল হোসাইন
৩ / ৯
মহাসপ্তমীর দিনে বিভিন্ন মণ্ডপে চলছে পূজা-পরিক্রমা এবং মা দুর্গাকে বিভিন্ন রূপে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পীর হাত আর আবেগ দিয়ে তৈরি করা এই দুর্গাপ্রতিমা শুধু অসুরমর্দিনী নয়, বরং সমাজের সব অশুভ শক্তিকে বিনাশ করার প্রতীক বহন করছে। রামকৃষ্ণ মিশন, ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ছবি: সুদীপ্ত কুমার হোড়
৪ / ৯
ছোট নৌকা নিয়ে মাঝির সাগরে নামার প্রস্তুতি। ছবিটি সম্প্রতি কক্সবাজারের সমিতিপাড়া সৈকত এলাকা থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৯
সীমাহীন শান্তির পথচলার আরেক নাম ‘গ্রামের মেঠোপথ’। মাটির গন্ধ মিশে থাকে এ পথে, দুই ধারে সবুজ গাছপালা যেন প্রাকৃতিক ছায়াঘর তৈরি করে রাখে। পাখির ডাক, বাতাসের শব্দ আর গাছের পাতার ফাঁক দিয়ে আসা আলো—সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের প্রতীক
ছবি: নেছার আহমেদ
৬ / ৯
রক্তিমের শেষ আলোয়, নতুন আলোর আগমনী বার্তা। আলোকে ফেলে কেন ফিরছ ঘরে, নাকি ফিরতে হয়? ছবিটি ঢাকার ধামরাই এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মোজাহিদুল ইসলাম নীরব
৭ / ৯
যমুনা নদীর বাঁ তীর অত্যন্ত ভাঙনপ্রবণ। ছবিতে দেখা জায়গাটিতে ২০১০ সালেও নদী ছিল না। প্রায় ২ কিলোমিটার পূর্বদিকে সরে নদীটি আজ এখানে। ২০১৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ করে শুধু ভাঙন রোধ করেছে, তা–ই নয়, সেই সঙ্গে মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমির নিরাপত্তা প্রদান করেছে। এই স্থানকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, ছবিটাই তার বড় উদাহরণ। বলদমারা ঘাট, রৌমারি, কুড়িগ্রাম, ২ সেপ্টেম্বর ২০২৫। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুদীপ্ত কুমার হোড়
৮ / ৯
রাতের ব্যস্ত নগরী, মিরপুর ২, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৯ / ৯
সবাই আমরা কর্মের অধীন, অফিস করিডরে অযত্নে বেড়ে ওঠা করলার চারা যখন তার আপন কর্মে ঝিলিক দেখায়। রাজাখালি, চাক্তাই, চট্টগ্রাম
ছবি: রাজু বড়ুয়া