‘আওরঙ্গবাদ’ নাম থাকলেও পরে পরিবর্তন হয়ে নাম হয় ‘লালবাগ কেল্লা’। এটি একটি অসমাপ্ত মোগল দুর্গ স্থাপনা, যা বর্তমান সময়ে ঢাকা বিভাগে পর্যটনশিল্পের অন্যতম কেন্দ্রীয় জায়গা হিসেবে পরিচিত। লালবাগ কেল্লা, পুরান ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: তানজিলা রুমা
২ / ৬
ঘাটে নৌকা বাঁধা। নদীতে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুরের পূর্ব পাড়া থেকে সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ৬
ক্লান্তিতে শান্তির ঘুম। সারাবেলা চালিয়ে একটু অবসর সময়ে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালক। ছবিটি রাজধানীর মিরপুর-১৪ থেকে সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৪ / ৬
শীতের স্নিগ্ধতায় শুরু হলো কিতাবি বেগমের পিঠার ব্যবসা। এবার তিনি নতুন করে স্বামীকেও সঙ্গে নিয়েছেন। পড়ন্ত বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলে পিঠার বেচাকেনা। ছবিটি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড চত্বর থেকে গতকাল শনিবার (২ ডিসেম্বর) তোলাছবি: দীন মোহাম্মদ দীনু
৫ / ৬
গোধূলি লগ্ন। মুন্সিগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মুহাম্মদ মুস্তাকিম
৬ / ৬
ঘাসের ডগায় শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের বার্তা। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে ২ ডিসেম্বর তোলাছবি: ইউনুস আলী ফাইম