বুড়িগঙ্গার কিনারায় ড্রেনের পাশেই নর্দমাযুক্ত পানিতে আদা পরিষ্কার করার কাজে ব্যস্ত কিছু শ্রমিক। এভাবেই প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলু, আদা এবং বিভিন্ন সবজি ও ফলমূল এখানে ধোয়া হয়। শ্যামবাজার মসজিদ ঘাট, সদরঘাট, ঢাকা, ২ মার্চ বিকেলছবি: আহসান উল্লাহ জিহাদ