পাঠকের ছবি

১ / ৬
সবুজ ঘাসে আচ্ছাদিত গ্রামের মেঠো পথ দেখলে চোখ জুড়িয়ে যাবে যে–কারও। গ্রামের চিরসবুজ এই দৃশ্য চিত্তে অনেক শান্তি দেয়। এই গ্রামবাংলা নিয়েই আমাদের অহংকার। ছবিটি সম্প্রতি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে তোলা
ছবি: তাসলিমুল হাসান সিয়াম
২ / ৬
পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। পাহাড়ের আকাশছোঁয়া চূড়ায় যেন লুকিয়ে আছে অজানা রহস্য। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনের কষ্টের কথাও পাহাড়কে বলা যায়। মহালছড়ি, খাগড়াছড়ি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ রায়হান
৩ / ৬
সবুজ খেতের সরু পথ দিয়ে ঘুড়ি হাতে ছুটছে বাতাসের পিছু পিছু। আকন্দবাড়ী, ছোনটিয়া বাজার, জামালপুর, ২১ জুন
ছবি: মঞ্জুরুল ইসলাম
৪ / ৬
বৃক্ষরোপণ দিবসের মাসে ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ (ত্রিমোহনা) কর্তৃক ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা কলেজ, ২১ জুন
ছবি: তোফায়েল আহমেদ
৫ / ৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছবিটি সম্প্রতি বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হাট থেকে তোলা।
ছবি: হারুন উর রশিদ
৬ / ৬
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। শ্রীশ্রী শিবমন্দির চত্বর, ফুলবাড়ী, দিনাজপুর, ২০ জুন
ছবি: প্লাবন শুভ