আগে প্রায় বাড়িতেই মাছ ধরার জাল বোনা হতো। কিন্তু কালের বিবর্তনে সময় ব্যয় করে এখন আর তেমন জাল বোনা হয় না। অধিকাংশ মানুষ তাই বাজার থেকে জাল কেনেন। জাল বিক্রির এমনই পসরা বসেছে সাপ্তাহিক গ্রামীণ হাটে। আহসানগঞ্জ হাট, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক