পাঠকের ছবি (১৯-১-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
ব্রহ্মপুত্র নদ, জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তাহরিন সুলতানা নাফিসা
২ / ৯
আগে প্রায় বাড়িতেই মাছ ধরার জাল বোনা হতো। কিন্তু কালের বিবর্তনে সময় ব্যয় করে এখন আর তেমন জাল বোনা হয় না। অধিকাংশ মানুষ তাই বাজার থেকে জাল কেনেন। জাল বিক্রির এমনই পসরা বসেছে সাপ্তাহিক গ্রামীণ হাটে। আহসানগঞ্জ হাট, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৯
রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনে শাপলা পুকুর। ছবিটি ১৭ জানুয়ারি তোলা
ছবি: রুকাইয়া অনন্যা
৪ / ৯
খাদ্যের জোগানদাতা চাষি। পশ্চিম শিলক, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
ছবি: রাজু বড়ুয়া
৫ / ৯
শহুরে গলি, উঁচু উঁচু দালান আর এলইডি লাইটের  ঝকঝকে আলোতে চাঁদ মামার মলিন হাসি। উত্তর বাড্ডা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৬ / ৯
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ একরে প্রথম সূর্যমুখী। কিছুদিনের মধ্যেই ফুটে উঠবে সব কটি সূর্যমুখী, এক অপরূপ সৌন্দর্যের অপেক্ষায় শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এ টি এম মাহফুজ
৭ / ৯
উত্তরায় মেট্রোরেল মসজিদের ঢালে সূর্যমুখী ফুলবাগানে চলছে জমজমাট সেলফি মেলা। প্রবেশ সৌজন্য ৩০ টাকা। ১৬ জানুয়ারি
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৮ / ৯
প্রিয়তমার বুকে সন্ধ্যা নামে। মিঠাপুকুর, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. হেলাল মিয়া
৯ / ৯
শর্ষে ফুল। বোরহানউদ্দিন, ভোলা, ১৮ জানুয়ারি
ছবি: সুদীপ্ত কুমার দাস