খুঁটি সোজাসাপটা দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত দীর্ঘদিন ধরেই দাঁড়িয়ে আছে। এমন একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জড়বস্তু বলেই বোধ হয় সেটি সম্ভব। এখন দেখে মনে হচ্ছে, এখানে এটির বোধ হয় আর প্রয়োজন নেই। তাহলে অযথা এটি নষ্ট না করে রিজার্ভ করে রাখা যেতে পারে। কমলপুর খেয়াঘাট, চিত্রকোট, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মুহাম্মাদ ইয়ামিন