পাঠকের ছবি (২০ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রূপসা নদী। ছবিটি খুলনার রূপসা সেতু থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: মো. শাহিন রেজা
২ / ৮
রাতের ইকুয়েটরিয়াল গিনির বন্দরনগরী বাটা পোর্ট সিটির সৌন্দর্য। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রিয়াদ ভূঁইয়া
৩ / ৮
দূর আকাশে মেঘের ঘনঘটা। নদীতে যৌবনের উত্তাল ঢেউ। মাঝখানে নৌযানের হার না মানা ছুটে চলা। মেঘনা, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৮
প্রাণপ্রকৃতির অপরূপ শোভাময় আমাদের নদ–নদী। জনপদের ওপর দিয়ে এমন নদী প্রবাহিত হয় বলেই আমাদের প্রকৃতি এমন রূপের পসরা সাজাতে পেরেছে। নদীর জল মানুষের জন্য বড় ধরনের নিয়ামত। নদীটি মুন্সিগঞ্জের সিরাজদিখানের ওপর দিয়ে বয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৮
খুঁটি সোজাসাপটা দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত দীর্ঘদিন ধরেই দাঁড়িয়ে আছে। এমন একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জড়বস্তু বলেই বোধ হয় সেটি সম্ভব। এখন দেখে মনে হচ্ছে, এখানে এটির বোধ হয় আর প্রয়োজন নেই। তাহলে অযথা এটি নষ্ট না করে রিজার্ভ করে রাখা যেতে পারে। কমলপুর খেয়াঘাট, চিত্রকোট, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মুহাম্মাদ ইয়ামিন
৬ / ৮
সূর্য যখন পশ্চিমে ঝুঁকে পড়ে, নদীটা তখন সোনালি চাদর পেতে রাখে নিজের বুকে। ঢেউগুলো হয় নরম, যেন কেউ কিছু বলছে নিঃশব্দে। বেনিপুর বিল, জীবননগর, চুয়াডাঙ্গা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. জুয়েল রানা
৭ / ৮
গ্রামীণ মেঘলা আকাশ ও অতৃপ্ত সৌন্দর্য। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৮ / ৮
নয়নতারা ফুটেছে রাস্তায়, প্রকৃতি যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে নীরবে, ধীরে, সুন্দরভাবে। ছবিটি গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌধুরী মার্কেট এলাকা থেকে তোলা
ছবি: সূর্য দাস