পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
নভেম্বরে হালকা শীত পড়তে শুরু করেছে। শীত আসতে না আসতেই আমাদের কৃষকেরা ব্যস্ত হয়ে যান শর্ষে চাষের জন্য। ভোর থেকেই তাঁরা তাঁদের চাষের জমির উদ্দেশে বের হয়ে যান। এ যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে আর শীতের আগাম জানান দেয়। আড়পাড়া, শালিখা, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইশতিয়াক আহমেদ আসিফ
২ / ৯
সবুজের সমারোহ, জীববৈচিত্র্য, অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও জলধারাসমৃদ্ধ একটি বিনোদনকেন্দ্র যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার কাউন্টির থম্পসন পার্ক। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য দেখে মনে হয় এলাকাটি প্রকৃতির জীবন্ত চিত্রকলা। ছবিটি গত ১১ নভেম্বর দুপুরে তোলা
ছবি: শাহ মনসুর আলী নোমান
৩ / ৯
প্রকৃতিতে শীতের পরশ। কুয়াশায় ভেজা কাশফুলে জমে আছে শিশির। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৪ / ৯
আমাজনের পদ্ম পৃথিবীর অন্যতম বড় পদ্মফুল। ফুলের চেয়ে পাতার কারণেই বেশি পরিচিত আমাজন লিলি। পাতাও অনেক বড়। আমাজন লিলির আদি নিবাস ব্রাজিলের আমাজন নদীতে। ঢাকার বলধা গার্ডেনে বৃক্ষপ্রেমী জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী বিদেশি এই প্রজাতিটিকে ভালোবেসে ঠাঁই দিয়েছিলেন তাঁর শখের উদ্যানে। বলধা গার্ডেন, ওয়ারী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৯
যুক্তরাজ্যের অন্যতম বিনোদনকেন্দ্র ল্যাঙ্কাশায়ার কাউন্টির থম্পসন পার্ক। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য দেখে মনে হয় এলাকাটি প্রকৃতির জীবন্ত চিত্রকলা। ছবিটি ১১ নভেম্বর দুপুরে তোলা
ছবি: শাহ মনসুর আলী নোমান
৬ / ৯
লজ্জাবতী ফুল! ছবিটি সম্প্রতি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রাজধানীর স্থায়ী ক্যাম্পাস থেকে তোলা
ছবি: বিল্লাল হোসেন
৭ / ৯
গ্রামীণ বিলের ওপর বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালি ধান। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৮ / ৯
শীতের আগমনে সকালে প্রচুর ‍কুয়াশা পড়েছে গ্রামীণ জনপদে। শ্রীধরকুড়া, সাঁথিয়া, পাবনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইয়াসির আরাফাত জয়
৯ / ৯
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সমতলের চা–বাগান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নুহাস খান