পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
অনেক জেলের আয়রোজগারের একমাত্র মাধ্যম যমুনা নদীর মাছ ক্রয়-বিক্রয়। তবে মাছ ধরতে না পেরে বিষণ্ন মন নিয়ে নৌকা বাইতে বাইতে ফিরছেন একজন জেলে। ছবিটি সম্প্রতি সিরাজগঞ্জের ৩ নম্বর ক্রসবার থেকে তোলা
ছবি: মো. নাজমুল হাসান সেখ
২ / ৭
নদীতে শিশুদের গোসলের দৃশ্য। ছবিটি সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুর কানিবগারচর থেকে তোলা হয়েছে
ছবি: জিহাদ হোসেন রাহাত
৩ / ৭
মেঘনা নদীর তীরের জীবন। উলানিয়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খালেদ মাহমুদ ইমরান
৪ / ৭
গাছে ঝুলে আছে কাঁঠাল। মুজিবনগর, মেহেরপুর, ১ জুন
ছবি: প্রবীর পাল
৫ / ৭
সূর্য অস্ত যায়, কিন্তু প্রকৃতির শৈল্পিকতা কখনোই ম্লান হয় না। মিরপুর বেড়িবাঁধ, তুরাগ নদীর পাড় থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
লক্ষ্মীপুরের রায়পুর খাসেরহাট জামে মসজিদের নির্মাণকাজ চলছে। ছবিটি ৮ জুন তোলা
ছবি: আবদুল কাদির জীবন
৭ / ৭
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা ক্যাম্পাসে ৫ জুন বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপাধ্যক্ষ হাসনাৎ জাহান। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন ফলদ ও ফুল গাছের চারা রোপণ করা হয়
ছবি: আবু সাইদ