পাঠকের ছবি (৪-১-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে ভেসে চলা নৌকাগুলো ঢাকার জীবন্ত সংস্কৃতি ও ব্যস্ততার প্রতিচ্ছবি। সোনালি আকাশের আভায় নদীর ঢেউ আর পেছনের লঞ্চঘাট একসঙ্গে মায়াবী ও বাস্তবতার এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এ ছবি শুধু একটি মুহূর্ত নয়; বরং মানুষের জীবনের চলমানতার একটি গল্প যেখানে সূর্যের সোনালি আভায় জীবন প্রতিফলিত হয়েছে
ছবি: জাহিদ হাসান
২ / ৯
শীতের সকাল বাইরে যখন প্রচুর শীত। ভাবা পিঠা খাওয়ার জন্য ভিড় করেছে পিঠার দোকানে শিশুরা। চৌরাস্তা মোড়, নটান পাড়া, রৌমারী উপজেলা, কুড়িগ্রাম, ৪ জানুয়ারি
ছবি: সাইদ কাকন
৩ / ৯
কৈশোর দুরন্তপনা, রাবারবাগানের মধ্যে ক্রিকেট খেলা৷ সেলফি রোড, হেয়াকো রাবারবাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম, ৪ জানুয়ারি
ছবি: মো. মুস্তাফিজ রহমান
৪ / ৯
নদীর ধারে, আমরা আকাশের প্রতিবিম্বে সান্ত্বনা খুঁজে পাই। টি-বাঁধ, রাজশাহী শহর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৯
ওপর থেকে আকাশ দেখা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৬ / ৯
কুয়াশা ঢাকা ত্রিমোহনী বাজার। উঁচু সেতুটির নিচ দিয়ে পণ্যবাহী নৌকা চলে। বাঁশের পুল, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি
ছবি: আবদুল্লাহ চৌধুরী
৭ / ৯
শিশিরভেজা মেঠো পথে। দাশেরকান্দি, খিলগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি
ছবি: আবদুল্লাহ চৌধুরী
৮ / ৯
শান্ত-স্নিগ্ধ-কুয়াশাছন্ন একটি শীতের সকাল। নলিন বাজার, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৯ / ৯
সন্ধ্যায় রাজধানীর কর্মব্যস্ত মানুষ গুলশান-হাতিরঝিল নৌরুটে ওয়াটার ট্যাক্সিতে ঘরে ফিরছে। হাতিরঝিল গুলশান লেকের ওয়াটার ট্যাক্সিতে চড়ে প্রতিদিন নগরীর বিপুলসংখ্যক যাত্রী স্বস্তিতে চলাচল করছেন। গুলশান-১ নম্বর গুদারাঘাট, ঢাকা, ২ জানুয়ারি
ছবি: বিপ্লব সাহা মুন্না