পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
লেবাননের রাজধানী বৈরুতের দর্শনীয় স্থান ডাউন টাউনের একটি রাস্তা। ছুটির দিন রোববার বিকেলে তোলা ছবি
ছবি: জুবায়ের কবির
২ / ৮
গ্রামের মেঠো পথ চলে গেছে। পাশে লিচুবাগান মুকুলে ছেয়ে গেছে। সোনার মোড়, গুটিয়া, সিংড়া, নাটোর, ১ মার্চ
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৮
দৈনন্দিন চাহিদার মধ্যে মানবজীবনে ব্যবহৃত একটি পণ্যের নাম জুতা। যুগের সঙ্গে তাল মিলিয়ে জুতা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৪ / ৮
বসন্তের আগমন জানান দিচ্ছে শিমুল ফুল। সম্প্রতি তোলা ছবি। কল্যাণপুর, শ্রীপুর, মাগুরা
ছবি: শাহনাজ খাতুন রুপা
৫ / ৮
অযত্ন–অবহেলায় বেড়ে ওঠা পলাশ এই ফাল্গুনে তার ফুল দিয়ে জাত চিনিয়েছে। আমাদের উচিত আশপাশে বেড়ে ওঠা গাছগুলোর প্রতি সচেতন হওয়া, একটু যত্ন নেওয়া
ছবি: শরীফ রানা
৬ / ৮
205.মাটির তৈরি আসবাবপত্র বাংলাদেশের মানুষের বরাবরই একটু বেশি পছন্দের। বর্তমানে মৃৎশিল্প শৌখিনতায় বেশি ব্যবহার্য। বিসিক উদ্যোক্তা মেলা মাঠ প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ২ মার্চ।
ছবি: হোসনে আরা সিদ্দিকা
৭ / ৮
এ যেন দেয়ালে শিল্পকর্ম! দেয়ালের গায়ে চাকতি আকৃতির ঘুঁটে দেওয়া হয়েছে; রোদে শুকিয়ে গেলে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। গরুর গোবর শুকিয়ে গেলে তাকে বাংলায় বলে ঘুঁটে। দেশের প্রায় প্রতিটি গ্রামেই গোবরের তৈরি ঘুঁটে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন গৃহিণীরা। দেশের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোয় এর ব্যবহার বেশি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ঘুঁটেকে বলা হচ্ছে ‘গোন্ডা’। ছবিটি সম্প্রতি নওগাঁর আত্রাই উপজেলার জাত আমরুল গ্রাম থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ কার্যক্রম পরিদর্শন করল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর সদস্যরা। গত শনিবার, (২ মার্চ) আইইবির কৃষিকৌশল বিভাগ এ মাঠ সফরের আয়োজন করে
ছবি: আবুল বাশার মিরাজ