পাঠকের ছবি (২৬ এপ্রিল ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
একসময় পণ্যবোঝাই পালতোলা নৌকা ভিড়ত কালা সিকদার ঘাটে, যা আজ স্বপ্নের মতো। বর্ষাকালে সৌখিন মৎস্যশিকারিরা দল বেঁধে মাছ ধরলেও আজ কালো রঙের বিষের পানিতে নদীর বর্তমান রূপ যেন একটি ড্রেন মাত্র। অব্যাহত দখল ও দূষণ যেন আজ তার নিত্যসঙ্গী। ছবিটি গাজীপুর সদর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ডে শ্মশানঘাট এলাকার ব্রিজ থেকে ২৫ এপ্রিল তোলা
ছবি: দীন মোহাম্মদ দীনু
২ / ৮
কীর্তিমানের মৃত্যু নেই, ইতিহাস আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। আলেকজান্ডার ক্যাসল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আশিকুর রহমান মুরাদ
৩ / ৮
নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী ও বিখ্যাত মিষ্টি হচ্ছে এই ‘বালিশ মিষ্টি’। গয়ানাথ নামের এক কারিগর আজ থেকে প্রায় ১০০ বছর আগে এ মিষ্টি তৈরি করে বিখ্যাত হয়েছিলেন। এ জন্য অনেকেই একে গয়ানাথের মিষ্টি বা গয়ানাথের চমচমও বলে থাকেন। বড়বাজার, নেত্রকোনা সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন ফুটে উঠেছে কীর্তনখোলা নদীতে। এই নদীর তীরে অবস্থিত বরিশাল বিভাগীয় শহর। বরিশাল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন দপদপিয়া সেতু থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান
৫ / ৮
আঁকাবাঁকা গ্রামীণ জনপদের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বটগাছ। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৬ / ৮
পাথরের মাঝ দিয়ে বয়ে চলেছে গোয়াইন নদীর স্বচ্ছ জলরাশি। ছবিটি জাফলং থেকে সম্প্রতি তোলা
ছবি: মাহবুবা সাবরিন নূরী
৭ / ৮
পশ্চিম আকাশে সূর্য নামতে শুরু করেছে। সড়কবাতিগুলো জ্বলতে শুরু করেছে। ছবিটি কোনাপাড়া, ঢাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৮ / ৮
চরম নির্বুদ্ধিতা ও নির্মমতায় দেশব্যাপী আমরা হয়ে উঠেছি নদী শিকারি। তুচ্ছ লোভে পরবর্তী প্রজন্মকে নদীহীন করতে আজ আমরা মরিয়া। ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী