পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
মানুষের মনটা সবুজ হোক এই সবুজের মতো করে। রাতারগুল, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: এস সুলতানা শান্তা
২ / ৮
ক্লান্ত দুপুরে একটি টার্কি মুরগি ঘুরে বেড়াচ্ছে। গাবতলী, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আবু হাসান
৩ / ৮
ঈদের মৌসুমে জীবিকার তাগিদে মাছ ধরতে সকাল সকাল বের হয়ে মাছ ধরে বাড়ি ফিরছেন। বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৪ / ৮
হাতে গ্লাভস পরিধান করে চারপাশের আবর্জনা পরিষ্কার করছেন একদল তরুণ। পর্যটনকেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা তুলে রাখছেন নির্দিষ্ট ব্যাগে। ঈদের দ্বিতীয় দিনে সবাই যখন ঘোরাঘুরিতে ব্যস্ত, তখন তাঁরা নিয়েছেন ব্যতিক্রমী একটি উদ্যোগ! অভিনব এই উদ্যোগ নিয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার অন্যতম সামাজিক মানবসেবী সংগঠন ‘মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ’। ১২ এপ্রিল, শুক্রবার সিলেটের জকিগঞ্জ উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জকিগঞ্জ কাস্টমঘাটে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীরা
ছবি: মো. আবীর আল নাহিয়ান
৫ / ৮
ঈদের দিনেও বাদ যাবে না প্রতিদিনের বিকেল রাঙানো ক্রিকেট ম্যাচ। ঝিনাইদহ থেকে ছবিটি ১১ এপ্রিল তোলা
ছবি: সুদীপ্ত কুমার বিশ্বাস
৬ / ৮
পবিত্র ঈদুল ফিতরের আমেজ সব জায়গাতেই। ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে এসএসসি ২০০৭ ব্যাচ থেকে সদ্য প্রাক্তন হওয়া ব্যাচ পর্যন্ত সবাই অংশ নেন। ইন্টারনেটে আসক্তি কিংবা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখতে সরকারি এ স্বনামধন্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন যেন আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের প্রতিচ্ছবি। ছবিটি সম্প্রতি মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তোলা
ছবি: মো. বিল্লাল হোসেন
৭ / ৮
কক্সবাজার সমুদ্রসৈকতে মেয়ের বিশেষ আনন্দের ছবি ক্যামেরাবন্দী করছেন এক বাবা।
ছবি: শাহাবুদ্দিন শুভ
৮ / ৮
পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে প্রথমবারের মতো বাংলা কমিউনিটির বর্ষবরণ উদ্‌যাপন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) দেশটির রাজধানীতে রেস্তোরাঁ লিটন টার্কিশ গ্রিলে এ আয়োজন কর হয়। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া, আবৃতি, গান, নৃত্য পরিবেশন, পান্তা–ইলিশ-ভর্তা ভোজনসহ দিনব্যাপী ছিল বাঙালি সংস্কৃতির নানা আয়োজন। এ সময় বর্ষবরণ উদ্‌যাপনে পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন
ছবি: মনির হোসেন