পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে প্রথমবারের মতো বাংলা কমিউনিটির বর্ষবরণ উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) দেশটির রাজধানীতে রেস্তোরাঁ লিটন টার্কিশ গ্রিলে এ আয়োজন কর হয়। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া, আবৃতি, গান, নৃত্য পরিবেশন, পান্তা–ইলিশ-ভর্তা ভোজনসহ দিনব্যাপী ছিল বাঙালি সংস্কৃতির নানা আয়োজন। এ সময় বর্ষবরণ উদ্যাপনে পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেনছবি: মনির হোসেন