পাঠকের ছবি (২৭-১-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
শিশিরভেজা শর্ষে ফুল। ছবিটি সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের রহিতপুরের শর্ষেখেত থেকে তোলা
ছবি: এনাম এলাহী মল্লিক
২ / ৮
পড়ন্ত সূর্য যেন স্রষ্টার আহ্বান স্মরণ করিয়ে দিচ্ছে। সেই আহ্বানে সাড়া দিয়ে একজন মুসল্লি নিজেকে পবিত্রতার অনুপ্রেরণায় নিমগ্ন করে নিচ্ছেন। সিদ্ধিপাশা খেয়াঘাট, ফুলতলা, খুলনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান
৩ / ৮
শৈশবের দুরন্তপনা হার মানে সব বাধা। সারা দিন টইটই করে ঘুরে সন্ধ্যায় ধুলাবালু মেখে ঘরে ফিরে মায়ের বকুনি খাওয়াই যেন বড় আনন্দ। দীপনগর, গাবতলী, ঢাকা, ২৬ জানুয়ারি
ছবি: মেসবাহউদ্দিন আহমদ
৪ / ৮
সড়কপথে যখন যাতায়াতব্যবস্থা অনুন্নত ছিল, তখন ঢাকা-ভোলা যাত্রীদের আস্থা ও গতির প্রতীক হয়ে উঠেছিল লঞ্চগুলো। তবে কালের পরিক্রমায় সেতু ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় জনপ্রিয় সেই নৌপথ এখন অনেকটাই থমকে গেছে। তবু এখনো ভ্রমণপিপাসু নদী প্রেমীদের কাছে নৌপথের পূর্ণিমা উপভোগের অন্যান্য মাধ্যম এই যানবাহনগুলো। মেঘনা নদী, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
এমন দৃশ্য আজকাল দেখা যায় না। গ্রামের মানুষ গোবর দেয়ালে শুকাতে দিয়েছে। যবগ্রাম, পশ্চিম বাংলা, ভারত, ২৫ জানুয়ারি
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৮
কক্সবাজার শহরের বাঁকখালী নদীতীরবর্তী লবণ চাষের জন্য প্রস্তুত করা মাঠ থেকে ধারণকৃত সূর্যাস্তের দৃশ্য। ২৫ জানুয়ারি
ছবি: এম রাসেল উদ্দীন নুর
৭ / ৮
চাষের কাঁকড়া আমরা বিক্রি করি, খাই। তাতে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু যখন আমরা খাল–বিলের প্রাকৃতিক পরিবেশ থেকে কাঁকড়া ধরে বাজারে বিক্রি করব, তখন পরিবেশের খাদ্যশৃঙ্খল ভেঙে যাবে বিলুপ্ত হয়ে যাবে বহু প্রজাতি। তাই পরিবেশ ও বিভিন্ন প্রজাতির প্রাণী রক্ষা করতে আমাদের সচেতন হতে হবে।   ছবিটি রাজশাহী শহরের সাহেববাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৮ / ৮
কুয়াশাচ্ছন্ন হিমেল রাতে, ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের একমাত্র লঞ্চঘাট। লঞ্চঘাট, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ।