সড়কপথে যখন যাতায়াতব্যবস্থা অনুন্নত ছিল, তখন ঢাকা-ভোলা যাত্রীদের আস্থা ও গতির প্রতীক হয়ে উঠেছিল লঞ্চগুলো। তবে কালের পরিক্রমায় সেতু ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় জনপ্রিয় সেই নৌপথ এখন অনেকটাই থমকে গেছে। তবু এখনো ভ্রমণপিপাসু নদী প্রেমীদের কাছে নৌপথের পূর্ণিমা উপভোগের অন্যান্য মাধ্যম এই যানবাহনগুলো। মেঘনা নদী, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ