পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
মানুষ অফুরন্ত শক্তির উৎস! আমাদের বিত্তবৈভব বেড়েছে কিন্তু আমরা হারিয়েছি আমাদের। প্যারিস, ফ্রান্স। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আশিক আহমেদ উল্লাস
২ / ৯
প্রচণ্ড গরমে পুকুরে গোসল করছে শিশুটি। গোসলের সময় স্বজনেরা সবাই ছিলেন। কলমাকান্দা, নেত্রকোনা, ১ মে
ছবি: তৌহিদুল ইসলাম
৩ / ৯
গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখনই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়া, জারুল, পালাম, লাল সোনাইল, সোনালু—এমন হাজারো রকমের ফুলে শোভিত নতুন রূপ ফিরে পেয়েছে ১০ হাজার শিক্ষার্থীর প্রাণের ক্যাম্পাসে
ছবি: সাজ্জাদুর রহমান
৪ / ৯
সন্ধ্যাবেলায় নিশিবক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৮ এপ্রিল
ছবি: আসফাক হোসেন সুইট
৫ / ৯
কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবিন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার (৩ মে)। দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে রাষ্টদূত মেজর জেনারেল মোহাম্মদ আশকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবীব খান
ছবি: মোশাররফ হোসেন
৬ / ৯
তাপপ্রবাহে গবাদিপশু পালন কঠিন হয়ে যাচ্ছে। বাড়ির পাশে পুকুরেই মহিষকে বেঁধে রাখা হয়েছে। প্রচণ্ড গরমে পানিতে যেন সব স্বস্তি। ছবিটি সম্প্রতি পাবনার পাকশী এলাকা থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৯
যন্ত্রদানব ধ্বংস করছে ফসলি জমি। মাটি যাচ্ছে ইটভাটায়। কমছে চাষাবাদের জমি। লক্ষ্মীপুরের রামগঞ্জ আকরতমা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জিহাদ হোসেন রাহাত
৮ / ৯
ছাদবাগানে পুদিনাপাতা। সেক্টর ১২, উত্তরা, ২ মে
ছবি: আবু হাসান
৯ / ৯
কয়েক দিনের তাপপ্রবাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা, সঙ্গে ওষ্ঠাগত প্রাণিকুলও। এর পাশাপাশি পানিসংকটও লক্ষণীয়। তীব্র গরমে ক্যাম্পাসের কুকুর, বিড়াল ও পাখিদের পিপাসা মেটাতেই ‘বিহঙ্গের জল’–এর ব্যবস্থা। গাছে গাছে মাটির হাঁড়ির পাশাপাশি ফেলনা প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিত করতেই পানির বোতল কেটে ঝোলানো হয়েছে। পানির সংকট দূর না হওয়া পর্যন্ত প্রতিদিন পাত্রগুলোতে পানির ব্যবস্থা করবে ঢাকার অদূরে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)
ছবি: বিজ্ঞপ্তি