পাঠকের ছবি (১৪ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রাজশাহী কলেজের মূল ফটকের প্রাচীর ঘেঁষে রঙের কাজে ব্যস্ত মিস্ত্রি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুশীল পাল
২ / ৮
বৈদ্যুতিক লাইনে আঘাত পেয়ে একটি কাক মরে গেল। মুহূর্তে অন্য কাকগুলোর আহাজারি শুরু হয়ে গেল। সে এক করুণ দৃশ্য! পাখির জন্য পাখির কত টান! শুধু আমরা মানুষেরাই টানহীন বর্বর হয়ে যাচ্ছি দিন দিন। কী ভয়ানক! নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৮
রাতের হাতিরঝিল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সিফাত শাহরিয়ার প্রিয়ান
৪ / ৮
ঘামে ভেজা কাঁধে শুধু বোঝা নয়, বহন করছে পুরো পরিবারের স্বপ্ন। ছবিটি ৯ মে চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে তোলা
ছবি: সূর্য দাস
৫ / ৮
একজন নারী আপন মনে শীতলপাটি বুনে চলেছেন। পাটিয়ালপাড়া গ্রামে গেলে প্রতিটি বাড়িতেই এভাবে পাটি বোনার দৃশ্য চোখে পড়বে। এখানকার নারী–পুরুষ উভয়েই শীতলপাটি বোনেন। ছবিটি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়ার পাটিয়ালপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৮
ছাদবাগানে ড্রাগন ফলের ফুল ফুটতে শুরু করেছে। ডিএই, খামারবাড়ি, লক্ষ্মীপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৭ / ৮
নীল আকাশ আর সবুজ বন, তার মধ্য দিয়ে মানুষের চলমান জীবন। চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস
৮ / ৮
এপিফ্যানি গির্জা বা অক্সফোর্ড মিশন চার্চ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ ও শৈল্পিক গির্জা। ১১৮ বছরের পুরোনো দৃষ্টিনন্দন গির্জাটি ‘লাল গির্জা’ নামেও পরিচিত। বগুড়া রোড, বরিশাল সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক