পাঠকের ছবি (২৭-০২-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
মেঘনার হলুদিয়া সুন্দরী। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৭
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষাপ্রতিষ্ঠানে এখন চলছে ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির মেলা। শিক্ষার্থীরা নিজ নিজ পারদর্শিতা প্রদর্শন করছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৭
কারও জন্য ভ্রমণ, কারও জন্য জীবিকা। সুগন্ধা সৈকত, কলাতলী, কক্সবাজার, ২১ ফেব্রুয়ারি
ছবি: মো: আশিকুর রহমান
৪ / ৭
ফাল্গুনের মিষ্টি রোদেলা দুপুর, ডুবু ডুবু বাল্কহেড, ইটভাটার কর্মযজ্ঞ। অপূর্ব বাঙ্গলার অপূর্ব নৌপথ। ধলেশ্বরী নদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৭
প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ। ছবিটি মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে সম্প্রতি তোলা
ছবি: সাকিব হাসান
৬ / ৭
বর্তমান সময়ের ছেলেমেয়েরা আলুর পাঁপড় বলতে ‘পটেটো চিপস’কে বুঝতে পারে হাওয়ায় ভরা একটা রঙিন প্যাকেটে সামান্য পাঁপড়। অথচ একসময় এই আলুর মৌসুমে মায়েরা আলু কেটে সেদ্ধ করে শুকিয়ে রাখতেন সারা বছর তাঁর সন্তানকে নিরাপদ আলুর চিপস খাওয়ানোর জন্য। এক মাকে দেখা যাচ্ছে আলুর পাঁপড় রোদে দিচ্ছেন। ছবিটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী বৈরাগীগঞ্জ গ্রাম থেকে তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৭ / ৭
মেঘের বারণ ভুলে এখানে শর্ষে ফুলে খেলা করে এখনো দুপুর। বোড়াশী, গোপালগঞ্জ সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জনি ইসলাম